শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৩, ১২:৪০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য জাজ 'ভিশন ২০২৪-২০২৫' নিয়ে কাজ করছে 

মনিরুল ইসলাম: বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য জাজ মাল্টিমিডিয়া 'ভিশন ২০২৪-২০২৫' নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।
সঙ্গে থাকুন। এভাবেই বললেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

শুত্রুবার  আলাপকালে তিনি বলেন, আপনারা ইতোমধ্যে জেনেছেন  আসন্ন রোজার ঈদে জাজ মাল্টিমিডিয়া 'জ্বীন' ও 'পাপ' নামে ২টি চলচ্চিত্র মুক্তি দিতে যাচ্ছে। মুক্তি সকল প্রস্তুতি চূড়ান্ত। ২টি ছবির টিজার প্রকাশিত হয়েছে। সাড়া পাচ্ছি। 

তিনি জানান, জাজ-এর আরও ৭টি সিনেমার কাজ প্রায় সম্পন্ন হয়ে আছে। সেখান থেকে ২ ঈদের মাঝামাঝি আরও ১টি চলচ্চিত্র রিলিজ দেয়ার প্ল্যান সম্পন্ন করেছে।

তিনি বলেন,  রোজার ঈদের ন্যায় আগামী কোরবানির ঈদেও জাজ মাল্টিমিডিয়া ২টি চলচ্চিত্র মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১) MR9 (হলিউডের সাথে যৌথ প্রযোজনা) ও ২) মোনা (সিক্যুয়েল জ্বীন)। 

তিনি জানান, 'MR9' চলচ্চিত্রের 'টিজার' মুক্তি দেয়া হবে চাঁদ রাতে শুধুমাত্র জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। আরও একটি কথা না বললেই নয়, Cannes  ফিল্ম ফ্যাস্টিভ্যালে 'MR9' চলচ্চিত্রের প্রথম প্রিমিয়ার শো হতে যাচ্ছে। বিষয়টি সবার জন্য অত্যন্ত আনন্দের। বাংলা চলচ্চিত্রকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে জাজ মাল্টিমিডিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি আরও বলেন, জাজ বিশ্বাস করে, সবার সহযোগিতা পেলে বাংলা চলচ্চিত্রকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে পারবো।

২০২৪ সাল থেকে জাজ মাল্টিমিডিয়া প্রায় ১০ কোটি টাকা বাজেটের চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া ও পরিকল্পনা সম্পন্ন করেছে। এই নির্মাণ প্রক্রিয়া ও পরিকল্পনা কীভাবে করতে হয়, জাজ মাল্টিমিডিয়া সেই রাস্তা সবাইকে দেখিয়ে দেবে। ফলশ্রুতিতে, অন্যান্য প্রযোজক, পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান সকলে ১০ কোটি টাকার বাজেটের চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত হবেন এবং নির্মাণ করতে পারবেন বলেই আমরা বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়