শিরোনাম
◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তদের ভালবাসায় মুগ্ধ তানজিন তিশা

তানজিন তিশা

শিমুল চৌধুরী ধ্রুব: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তার পছন্দের মানুষ হতে কি কি গুণ থাকা প্রয়োজন, সম্প্রতি এক সাক্ষাৎকারে পেশাগত, ব্যক্তিগত, পছন্দ-অপছন্দের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। 

শুরুতেই প্রশ্ন ছিল তানজিন তিশা’র পেশাগত জীবন নিয়ে। তিনি জানান, ‘পেশাগত জীবনে কাজের প্রতি আরও মনোযোগী হবার চেষ্টা করছি। বেশ কিছু নতুন কাজের পাশাপাশি ফ্যানদের জন্য কাছে এক্সাইটিং কিছু প্রজেক্ট। স্টুডিও এক্স-এর সাথে সম্প্রতি কাজ করেছি। শীঘ্রই আরও বেশ কিছু মজাদার প্রজেক্টে ফ্যানরা আমাকে দেখতে পাবেন।’

স্টুডিও এক্স-এর নতুন প্রজেক্ট নিয়ে জানতে চাইলে তিশা বলেন, ‘চলতি বছরেই অ্যামেরিকান স্টাইলিং এক্সপার্ট রেকমেন্ডেড মেনজ গ্রুমিং ব্র্যান্ড স্টুডিও এক্স-এর একটি ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। ক্যাম্পেইনের নামও দেওয়া হয় ‘ইমপ্রেস তানজিন তিশা উইথ আমেরিকান স্টাইল’। 

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল স্পেশাল গ্রুমিংয়ের মাধ্যমে পুরুষদের ব্যক্তিত্বটা আরও ফুটিয়ে তোলা, যেমন; তাদের কথা বলার ও হাঁটাচলার স্টাইল, বডি-ল্যাংগুয়েজ, ফ্যাশন সেন্স ইত্যাদি। 

ক্যাম্পেইনের সফলতা ও অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে তানজিন তিশা জানান, ‘প্রায় ২,৪২৩ প্রতিযোগী ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এবং ভক্তদের থেকে এতো ভালো সাড়া পেয়ে আমরা সত্যিই ভীষণ আনন্দিত। এদের মধ্যে থেকে সেরা ৩০ জনকে আমি বাছাই করি, যারা আমাকে সবচেয়ে বেশি ইম্প্রেস করে।

অতঃপর, গত ৪ই নভেম্বর ঢাকার সিক্স সিজন হোটেলে জনপ্রিয় ফ্যাশন ও স্টাইলিং ডিরেক্টর মাহমুদুল হাসান মুকুল-এর তত্ত্বাবধায়নে যথাযথ গ্রুমিংয়ের মাধ্যমে ৩০ প্রতিযোগীকে গালা নাইটের জন্য প্রস্তুত করা হয় এবং ৫ই নভেম্বর ক্যাম্পেইনের গালা নাইট অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিযোগীরা আমেরিকান স্টাইলের মাধ্যমে আমাকে ইম্প্রেস করার সুযোগ পায়। 

সেই ৩০ জনের মধ্য থেকে আমার সেরা ৫ জনকে বাছাই করার কথা ছিল, তবে অবশেষে আমি ৬ জন প্রতিযোগীকে বাছাই করি। ব্যক্তিজীবন নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিজীবনে সবসময়েই নিজেকে আরও গুছিয়ে তোলার চেষ্টা থাকে, নতুন কিছু করার চেষ্টা।’

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়