শিরোনাম
◈ রেস্তোরাঁয় পিস্তল নিয়ে তরুণ–তরুণীর খুনসুটি, ভিডিও ফেসবুকে ◈ থানার সামনেই সাংবাদিককে নির্মমভাবে পিটিয়েছে হামলাকারীরা, থেঁতলে দিয়েছে পা (ভিডিও) ◈ সিসিটিভিতে ধরা পড়ল ঘটনাপ্রবাহ: যে ভিডিও ধারণের জন্য করুণ পরিণতি সাংবাদিক তুহিনের (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজার আবার অস্থির, ৮০ টাকার নিচে সবজি নেই ◈ কক্সবাজারে যাওয়া ছিল ‘নীরব প্রতিবাদ’, উদ্দেশ্য ছিল ‘চিন্তা করাও’: হাসনাত আব্দুল্লাহ ◈ জাপানি বিনিয়োগে আবারো চালু হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বেক্সিমকো ◈ ছয় মাস আগেই নির্বাচনী ট্রেনে গতি তুলেছে বিএনপি, চলছে প্রার্থী বাছাইয়ের চুলচেরা বিশ্লেষণ ◈ কৃ‌ষি ও ডেই‌রি‌তে ভারত শুল্ক না কমা‌লে কো‌নো আলোচনা হ‌বে না: ট্রাম্প ◈ কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম, চলছে কীভাবে? ◈ এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট হ‌বে দিবারাত্রির

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২, ০৪:১৪ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২২, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভাজিত হয়ে পড়েছে সিনেমা দর্শক

ইমরুল শাহেদ: সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হাওয়া’ ছবি নিয়ে বিভিন্ন বক্তব্য পোস্ট হচ্ছে। কেউ বলছেন, ছবি রিলিজ হওয়ার দু’দিন আগেই সিনেপ্লেক্সগুলোতে টিকিট বুকিং হয়ে গেছে। আগাম টিকিটের জন্য দর্শক চাপও আছে। সিলেটের একটি সিনেপ্লেক্স উদ্বোধন হবে এই ছবিটি দিয়ে। প্রশ্ন এখানে নয়। একটি সিনেপ্লেক্সের আসন সংখ্যা কত? 

এগুলোতে আসন সংখ্যা দুই থেকে তিন শ’য়ের মধ্যে। ছবিটির যদি দুই বা তিনটি শোও যদি পূর্ণ হয়, তাহলে আগের সিনেমা হলগুলোর একটি শোয়ের সমান সংখ্যক দর্শক হয় না। তারপরও সিনেপ্লেক্সে ‘হাউজফুল’ হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। কিন্তু ক’জন দর্শক একটি সিনেমা দেখেন। সিনেপ্লেক্সকে কেন্দ্র করে দেশের দর্শক বিভাজিত হয়ে পড়েছেন। যে ছবিটি সিনেপ্লেক্সে হাউজফুল যায়, সে ছবিটিই মফস্বলের সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে প্রায় দর্শক শূন্য। এর মানে নগর কেন্দ্রিক দর্শক দিয়ে একটি ছবির সাফল্য-ব্যর্থতা নির্ণয়ের চেষ্টা করা হয়। যারা সিনেপ্লেক্স কেন্দ্রিক ছবি নির্মাণ করেন, তারা আমজনতার নির্মাতা নন বলেই নিজেদের প্রমাণ করছেন। দেশের ৬৪টি জেলার মধ্যে ২৯টিতেই সিনেমা হল নেই। এসব জেলার কিছু কিছুতে ‘গলুই’ ছবিটি প্রদর্শিত হয়েছে কমিউনিটি সেন্টার ভাড়া করে। 

এরপর আর কোনো নির্মাতা এ ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা জানা যায়নি। একটি ছবির বাণিজ্যিক সাফল্য মূলত সিনেপ্লেক্সে সীমাবদ্ধ নয়। গ্রামাঞ্চলের মানুষ যদি সিনেমা না দেখতে পারে এবং একটি ছবি যদি দর্শক বারবার না দেখেন তাহলে সে ছবির বাণিজ্যিক সাফল্য সুদূর পরাহত। 

একজন নির্মাতা বেশ অহংকার করে বলছিলেন, একটি ছবির শো সংখ্যা সিনেপ্লেক্সগুলোতে ২৮ শোতে উন্নীত করা হয়েছে। তা দিয়ে তিনি ছবিটির চাহিদা বুঝাতে চান। হয়তো ছবিটি জনপ্রিয় হতে পারে। কিন্তু কতোটা জনপ্রিয় তা বুঝা যায় সার্ভারওয়ালাদের সঙ্গে বসলেই বুঝা যায়। প্রকৃতপক্ষে এখন প্রয়োজন গ্রাম ও শহরের দর্শক সমন্বয় করার মতো ছবি।    

  • সর্বশেষ
  • জনপ্রিয়