শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০৩:০৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে সেই নারী, যাঁর প্রেমে মজেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান? 

বলিউড অভিনেতা আমির খানের জন্মদিন আজ ১৪ মার্চ। পা দিয়েছেন ৬০ বছরে। তবে এবারের জন্মদিনে যেন চমক নিয়ে হাজির অভিনেতা। প্রেম করছেন খান সাহেব। ২৫ বছরের পরিচিত নারীর সঙ্গে দেড় বছর ধরে ‘ডেট’ করছেন, যা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। কে সেই নারী, যাঁর প্রেমে মজেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’?

আমিরের জন্মদিনের আগে হওয়া এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন। অভিনেতা বলেন, ‘গৌরী ও আমি ২৫ বছর আগে দেখা করি, আর এখন আমরা জীবনসঙ্গী। আমরা একে অপরের প্রতি খুবই আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গত দেড় বছর ধরে একসঙ্গে আছি।’

আমির খান আরও জানান, গত বুধবার মুম্বাইয়ের বাড়িতে তিনি গৌরীকে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

গৌরী সম্পর্কে আরও তথ্য জানিয়ে আমির বলেন, ‘গৌরী প্রোডাকশন বিভাগে কাজ করেন। আমি প্রতিদিন তাকে গান গেয়ে শোনাই।’

এ সময় আমির তাঁর নিজের জনপ্রিয় সিনেমা ‘লগান’-এর ভুবনের চরিত্রের কথা উল্লেখ করে বলেন, ‘ভুবন অবশেষে তার গৌরীকে খুঁজে পেয়েছে।’ ‘লগান’ সিনেমায় গ্রেসি সিং গৌরী চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি ভুবনকে ভালোবাসতেন।

এমনকি আমির সংবাদ সম্মেলনে প্রেমিকাকে উদ্দেশ্য করে ‘কভি কভি মেরে দিল মে’ গানের লাইনও গেয়ে শোনান।

আমির এ-ও বলেন, ‘আমি জানি না, ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য শোভা দেয় কি না। তবে আমার সন্তানেরা খুব খুশি। আমি ভাগ্যবান যে আমার প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও দারুণ সম্পর্ক রয়েছে।’

উল্লেখ্য, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র প্রযোজক রীনা দত্ত। যাঁর সঙ্গে তাঁর দুই সন্তান জুনাইদ ও ইরা খান। এরপর ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। তবে ২০২১ সালে তাঁরা আলাদা হয়ে যান। তবু এখনো তাঁদের ছেলে আজাদের যৌথ অভিভাবকত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়