শিরোনাম
◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:১৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি'

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। তবে নির্বাচনের দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছিলেন তিনি। এরপর তাঁকে সেভাবে কোথাও রাজনীতির মাঠে দেখা যায়নি। অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন।   

তবে সম্প্রতি একটি ফেসবুক পোস্টের কারণে নতুন করে আলোচনায় এলেন ডলি। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভেরিফায়েড আইডি থেকে তিনি জানান, আজেবাজে মেসেজ দেওয়ার কারণে এখন পর্যন্ত ফেসবুকে প্রায় ৯০ হাজার জনকে ব্লক করেছেন!  

‘রং চটা জিন্সের প্যান্ট পরা’খ্যাত গায়িকা ডলি সায়ন্তনী লিখেছেন, ‘আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজকে দেখতে চান না তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উল্টাপাল্টা মেসেজ করবেন তো ব্লক খাবেন।’

ফেসবুকে এই গায়িকার অনুসারী প্রায় ১০ লাখ। সেখান থেকেই ৯০ হাজার আইডি ব্লক করার কথা জানালেন তিনি। পোস্টের মন্তব্য ঘরে কেউ শিল্পীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ বলছেন, আলোচনায় আসার জন্য গায়িকা মিথ্যা তথ্য শেয়ার করেছেন!

প্রসঙ্গত, ১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়াকালে প্রকাশ পেয়েছিল ডলির একক অ্যালবাম ‘হে যুবক’। এখন পর্যন্ত ১৫টি একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়াও ৭০০টির বেশি বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। তাঁর গাওয়া প্রথম চলচ্চিত্র ছিল ‘উত্থানপতন’। এতে ব্যবহার হয়েছিল ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, অর্থাৎ ‘হে যুবক’ গানটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়