শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইভে এসে ভালোবাসা চাইলেন দীপিকা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এখন দিন গুণছেন শুভক্ষণের অপেক্ষায়। কারণ, আগামী মাসেই ভূমিষ্ঠ হতে যাচ্ছে তাদের সন্তান। এই মুহূর্তে সব ধরনের কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে রয়েছেন হবু মা দীপিকা। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] এদিকে অভিনেত্রীর মনটাও পড়ে রয়েছে ফিল্মি দুনিয়ায়, অনুরাগীদের কাছে। নিজের বিশ্রামের দিকটা খেয়াল রাখার পাশাপাশি শোবিজেও সরব রয়েছেন তিনি। তাইতো সুযোগ পেয়ে লাইভে এসে অনুরাগীদের এক বিশেষ বার্তা দিয়ে গেলেন অভিনেত্রী।

[৪] ব্যাপারটা হল, ‘কল্কি ২৮৯৮’ ব্লকবাস্টার হওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগ পাননি দীপিকা। কারণ, নানাভাবেই নিজের ব্যক্তিগত কারণে ব্যস্ত হয়ে পড়ছিলেন তিনি। তাই এবার এক সুযোগে অনুরাগীদের ধন্যবাদ দিয়ে গেলেন, বিনিময়ে চাইলেন ভালোবাসা। সূত্র: নিউজ বলিউড

[৫] লাইভে ভিডিও বার্তায় তখন দীপিকা বলেন, ‘কল্কিকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের এই ভালোবাসার জন্যই কঠোর পরিশ্রম করেছে পুরো টিম। তাই তো ভবিষ্যতের জন্য ভালোবাসা চাই।’

[৬] শোনা যাচ্ছে, বক্স অফিসে বেশ ফাটিয়ে দিয়েছে ‘কল্কি ২৮৯৮’। একাধিক ভারতীয় সিনেমার মধ্যে নতুন মাইলফলকে দাঁড়িয়েছে ছবিটি। দীপিকা পাড়ুকোন ছাড়াও প্রথম পর্বেই পারফরম্যান্স জমিয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাসরা। এদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েল নিয়েও দর্শক আগ্রহ তুঙ্গে। যদিও শোনা যাচ্ছে, সিক্যুয়েলের কাস্টিং থেকে দীপিকা পাড়ুকোনকে ছেঁটে ফেলেছেন নতুন ছবির পরিচালক নাগ অশ্বীন। সূত্র: সংবাদ প্রতিদিন । সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়