শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনে নিহতদের জন্য বড় স্যালুট: আশফাক নিপুন

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নির্মাতা আশফাক নিপুন বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের জন্য বড় একটা স্যালুট। যারা মারা গেছেন, তাদের পরিবারের ত্যাগের সঙ্গে আর কারও তুলনায় হয় না।’

[৩] বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে শিল্পীদের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। কোটা আন্দোলনকে ঘিরে ‘হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদ’-এ সংহতি সমাবেশ করেন শিল্পীরা। 

[৪] আন্দোলনকারীরা নতুন করে আগামী দিনের পথ দেখাচ্ছে উল্লেখ করে আশফাক নিপুন বলেন, ‘যার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। চলচ্চিত্র মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার কোনও ভয় দেখছি না। যে কোনও কিছুর আগে সমাজ ও রাষ্ট্র। সমাজ আর রাষ্ট্র মানবিক হলে, এখন যেখানে আপনাদের মনে হচ্ছে... ব্যবসা-বাণিজ্য ও মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাচ্ছে, সেটি তখন ৪ গুণ বেশি গতিতে এগিয়ে যাবে।’

[৫] এই সংহতি সমাবেশে অংশ নেওয়ার কারণে কোনও ভয়ে আছেন কি না? এ প্রশ্নের জবাবে আশফাক নিপুন বলেন, ‘আমি সে রকম কিছু মনে করি না...।’

[৬] সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, চলচ্চিত্রকার আকরাম খান, অভিনেতা সিয়াম আহমেদ, ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, সাবিলা নূর, নাজিয়া হক অর্ষা, ঋতু সাত্তার, রাকা নওশিন নওয়ার, নাদিয়া, শাহানা রহমান সুমি, নির্মাতা আশফাক নিপুন, সৈয়দ আহমেদ শাওকি, অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, ওয়াহিদ তারেক, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন ও শঙ্খ দাশগুপ্তসহ আরো অনেকে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়