অপূর্ব চৌধুরী, জবি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে নতুন আরও দুইজন সহকারী প্রক্টর নিযুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে গত সোমবার বিষয়টি জানানো হয়।
[৩] রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমীন-কে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন।
[৪] এর পূর্বে, গত ৫ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নতুন পাঁচজন সহকারী প্রক্টর এবং ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন-কে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়।
প্রতিনিধি/এইচএ
আপনার মতামত লিখুন :