শহীদুল ইসলাম: [২] নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগ আর থাকছে না।
[৩] সোমবার (২৩ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
[৪] আদেশে বলা হয়, মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ হতে ৯ম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন না থাকার বিষয়ে মাঠ পর্যায়ে পত্র জারির প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।
[৫] এর আগে সেপ্টেম্বর মাসে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক স্মারকের (মাউশির স্মারক নং-৩৭.০২.০০০০.১০৭.৩১.১৫০.২০২৩.৩০১৫, তারিখ: ২১.০৯, ২০২৩ খ্রি.) সূত্রে এই পত্র জারি করা হয় বলে আদেশে বলা হয়।
[৬] এদিকে চলতি বছর এনসিটিবিতে নতুন কারিকুলামের বই উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু জ্ঞান নয়; শিক্ষার্থীদের দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ; ল্যাবরেটরি প্রয়োজন হবে। যদি কোন প্রতিষ্ঠান নিজেরা সেটা ম্যানেজ করতে না পারে, তাহলে আমরা করবো।
[৭] এরই অংশ হিসেবে চলতি বছর ২০২৩ সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হয়েছে। ২০২৪ সালে চালু হবে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে চালু হবে পঞ্চম ও দশম শ্রেণিতে। উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ২০২৬ সালে ও দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে চালুর মধ্য দিয়ে পুরোপুরিভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না
এসআই/টিএবি/এনএইচ