শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ১১:২৬ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবিতে বাঘা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে নাফিউল-সুজাউল

পপি রাজবংশী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাঘা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনকে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. সুজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক সাধারণ সভায় সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটিকে ঘোষণা দেওয়া হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অবন্তিকা আঁখি, আব্দুল গাফ্ফার ও নাজনিন আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব, শিহাব সারার, নাহিদ হাসান, তরিকুল ইসলাম ও সোহানুর রহমান মেহেদী। 

সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামান, হাফসা খাতুন, মাইনুর রহমান, আনিকা বুশরা, দপ্তর সম্পাদক আশিক মাহামুদ, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রিশাত, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া আফরিন। এছাড়া সদস্য হিসেবে আছেন মো. আবু সাঈদ, আশিক ইসলাম ও বিদ্যুৎ কুমার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়