শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৫ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা উপকরণের দাম বেড়েছে দ্বিগুণ, বিপাকে সিলেটের শিক্ষার্থীরা

সুবর্ণা হামিদ: পঞ্চম শ্রেণী থেকে পাস করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে লিজা বেগম ; সরকারের পক্ষ থেকে বই দেয়া হয়েছে তাকে। প্রতিটি বইয়ের সঙ্গে একটি করে খাতা নিতে হবে স্কুলে। কিন্তুএতোগুলো খাতা কেনার সামর্থ্য নেই তার পরিবারের। 

লিজার মতো এ রকম অনেক শিক্ষার্থী এখন অসহায়। টাকার অভাবে খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে হিমশিম খাচ্ছে তারা। এতে করে শঙ্কার মধ্যে পড়েছে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন। যে কারণে আগামীতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এ ব্যপারে আলাপকালে অভিভাবক জমিলা বেগম বলেন, আমি বিধবা নারী ; আমার দুই ছেলে মেয়ে লেখা পড়া করে। অনেক কষ্ট করে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন মনে হয় আর লেখাপড়া করাতে পারবো না। কারণ সব কিছুর দাম বেড়ে চলেছে, এই তো কিছু দিন আগে যে খাতা আমি ২০ টাকা দিয়ে কিনেছি এখন তা ৪০ টাকা দিয়ে কিনতে হচ্ছে, এতো দাম দিয়ে খাতা কলম কিনা আমার পক্ষে সম্ভব হবে না।

এ ব্যপারে সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল তালুকদার বলেন, সব ধরনের শিক্ষা উপকরণে দাম বৃদ্ধি পেয়েছে ঠিকই,কিন্তু লেখা পড়া চালিয়ে যেতে হবে। কারণ সরকার প্রত্যেক শিক্ষার্থীকে ভাতা দিচ্ছে, এতে লেখাপড়ার খরচ কোন রকমে চলে যাবে বলে আমি মনে করি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়