শিরোনাম
◈ ‌ক্রিকেটার‌দের জন‌্য সতর্কবার্তা , ফিটনেস টেস্টে ‘ফেল’ করলে এনসিএলে খেলতে পারবেন না  ◈ জাপানে ব‌ক্সিং‌য়ে লড়াই‌য়ের সময় মাথায় আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যু ◈ বিশ্বের সেরা ৫ ব্যাটার বাছলেন রি‌কি পন্টিং, দুই ভারতীয় থাকলেও নেই রোহিত শর্মা ও ‌বিরাট কোহলি! ◈ ৫০ লাখ প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ ◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০১:৪১ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে উত্তাল ঢাবি: শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও)

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে ছাত্রদলের কমিটি প্রকাশ করার পর মধ্যরাতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রতিটি হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হচ্ছেন।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই বিক্ষোভ শুরু হয়। এদিন সন্ধ্যা থেকেই ছাত্ররাজনীতির বিরুদ্ধে সরব থাকতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের।সরেজমিন দেখা যায়, হল থেকে রাস্তায় নেমে এসেছেন নারী শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন হল থেকে ছোট মিছিল নিয়ে এসে টিএসসিতে একত্র হন পুরুষ শিক্ষার্থীরাও। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভিসি চত্বরের দিকে যান।

এ সময় তারা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর,’ ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি, চলবে না চলবে না,’ ‘ছাত্রদলের রাজনীতি, চলবে না চলবে না,’ ‘ছোট টিমের রাজনীতি, ‘চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে রোকেয়া হলের এক নারী শিক্ষার্থী বলেন, ‘যারা আমাদের হলে উপহার পাঠিয়েছিলেন, আমরা সেই উপহার অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমরা মনে করি, অন্য নারীহলগুলোও এমন পদক্ষেপ নেবে। পাশাপাশি কেউ যদি ছাত্রলীগের আতিকার মতো পরিণতি না চান তাহলে হলে ছাত্ররাজনীতির আলাপ তুলবেন না।’

মুহসীন হলের শিক্ষার্থী নাজমুল হাসান লানজু বলেন, ‘আজ ঢাবিতে আবার জুলাই নেমে এসেছে। জুলাইয়ের  অঙ্গীকার হলগুলো রাজনীতিমুক্ত রাখা। কিন্তু এখন হলগুলোতে গুপ্ত আর সুপ্ত উভয় রাজনীতি চলছে। অনতিবিলম্বে আমরা হলগুলোকে ছাত্ররাজনীতিমুক্ত দেখতে চাই। যারা হলগুলোতে ছাত্ররাজনীতি ফেরাতে চান তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা ছাত্রলীগের পরিণতি বরণ করতে না চাইলে হলে ছাত্ররাজনীতি ফেরানোর চেষ্টা করবেন না।’

রাজু ভাস্কর্য থেকে সমাবেশ শেষ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে অবস্থান নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ভিসি চত্বরেই অবস্থান করছেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতি থাকবে কি থাকবে না, তা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘এখনও আমাদের মধ্যে মিটিং চলছে, তবে খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।’ খবর: বাংলা ট্রিবিউন ও সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়