শিরোনাম
◈ বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার ◈ নতুন প্রতিরক্ষা সহযোগিতায় এগোচ্ছে ভারত ও ইসরায়েল ◈ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি ◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) 'এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স' (ইএমপিজি) প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।  

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষায় অংশ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। তিনি জানান, পরীক্ষায় 'আসিফ মাহমুদ' নামের একজন অংশ নেন, পরে জানা যায় তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।

তিনি আরও জানান, সামার সেশন-২০২৫ এর এ ভর্তি পরীক্ষার ফলাফল এক থেকে দুই দিনের মধ্যেই প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের পরীক্ষায় অংশগ্রহণের ছবি ছড়িয়ে পড়ে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত ইএমপিজি প্রোগ্রামটি নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুতকৃত একটি বিশেষায়িত মাস্টার্স কার্যক্রম।  

এ প্রোগ্রামের আওতায় পাবলিক পলিসি অ্যানালাইসিস, শাসন ব্যবস্থা ও প্রতিষ্ঠান, নীতিনির্ধারকদের জন্য অর্থনীতি, গবেষণা পদ্ধতি, জনপ্রশাসন ব্যবস্থাপনা, নেতৃত্ব ও কৌশলগত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়