শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় মিলনমেলায় প্রাণবন্ত হয়ে উঠলো কুমিল্লা মডার্ণ হাই স্কুলের প্রাক্তনরা

ঢাকায় বসবাসরত কুমিল্লা মডার্ণ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক উষ্ণ ও প্রাণবন্ত ইফতার মাহফিল। ১৫ মার্চ ২০২৫-এ রাজধানীর একটি রেস্তোরাঁয় এই মিলনমেলা অনুষ্ঠিত হয়, যেখানে স্কুলের এস এস সি ব্যাচ ১৯৯৮ থেকে শুরু করে এস এস সি ব্যাচ ২০২৫ পর্যন্ত প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। 

এস এস সি ’৯৮ ব্যাচের মোঃ আশিকুর রহমান এবং এস এস সি ২০২২ ব্যাচের নকিব উল আলম ভূঁঞা (পবন) এর উদ্যোগে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ইফতারের মাধ্যমে শুরু হলেও অনুষ্ঠানটি মূলত ছিল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যৎ একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা চ্যাপ্টার পথচলা শুরু করার প্রয়াস।

এই আয়োজনের মাধ্যমে তিনটি মূল লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়:

১. ঢাকায় বসবাসরত প্রাক্তনদের মধ্যে আন্তরিক যোগাযোগ বৃদ্ধি ও একত্রিত হওয়ার প্ল্যাটফর্ম গঠন।

২. সিনিয়র ও জুনিয়রদের মধ্যকার মেলবন্ধন বাড়িয়ে তাদের কর্মজীবন ও ব্যক্তিগত উন্নয়নে কার্যকর সুযোগ-সুবিধা সৃষ্টি।

৩. প্রাক্তন শিক্ষার্থীদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ এবং গঠনমূলক পরিবেশ নিশ্চিতে কার্যকর ভূমিকা পালন।

আয়োজন সম্পর্কে মোঃ আশিকুর রহমান বলেন, "ইফতার আমাদের জন্য শুধু একটি উপলক্ষ ছিল। আসল উদ্দেশ্য হলো ঢাকায় বসবাসরত CMHSian-দের ঐক্যবদ্ধ করা।" অপর আয়োজক নকিব উল আলম ভূঁঞা (পবন) বলেন, "আজকের এই মিলনমেলার মাধ্যমে আমরা একটি দীর্ঘমেয়াদী ও গঠনমূলক উদ্যোগের সূচনা করলাম। আশা করি, সামনে আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।"

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তনরা সকলেই তাদের স্কুল জীবনের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরবর্তী সময়ে নিয়মিত কার্যক্রম ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই প্রচেষ্টাকে গতিশীল ও অর্থবহ করার আশাবাদ ব্যক্ত করেছেন সকলেই।

তারিখ: ১৫ মার্চ, ২০২৫, স্থান: ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়