শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ০৩:৪০ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান

বিশ্বের পোশাক ও কাপড়ের বাজারে এখনো শীর্ষ রপ্তানিকারক দেশ চীন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে ভিয়েতনাম, তুরস্ক, ভারতের মতো দেশগুলোও দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রতিবছর বিলিয়ন ডলারের এই শিল্পে বড় উৎপাদন সক্ষমতা, সাশ্রয়ী দাম আর টেকসই উৎপাদনই প্রতিযোগিতার মূল হাতিয়ার হয়ে উঠেছে।

একনজরে দেখে নেওয়া যাক ২০২৩ ও ২০২৪ সালের শীর্ষ ১০ টেক্সটাইল রপ্তানিকারক দেশ কোনগুলো:

১. চীন: বিশ্বে পোশাক ও টেক্সটাইল রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ২০২৩ সালে দেশটি ২৬০ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। ২০২৪ সালে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩০১ বিলিয়ন ডলারে।

২. বাংলাদেশ: দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ২০২৩ সালে ৪৮ দশমিক ৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছিল। তবে ২০২৪ সালে দেশটির রপ্তানি কমে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

৩. ভিয়েতনাম: ২০২৩ সালে ৪২ দশমিক ১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা ভিয়েতনাম ২০২৪ সালে এর পরিমাণ বাড়িয়ে ৪৪ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।

৪. তুরস্ক: ২০২৩ সালে তুরস্কের পোশাক রপ্তানি ছিল ৩৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের। ২০২৪ সালে এর পরিমাণ কমে ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

৫. ভারত: পঞ্চম স্থানে থাকা ভারত ২০২৩ সালে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। ২০২৪ সালে তাদের রপ্তানিও কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারে।

৬. ইতালি: ২০২৩ সালে ইতালির পোশাক রপ্তানি ছিল ৩৭ দশমিক ১ বিলিয়ন ডলার। ২০২৪ সালের তথ্য প্রকাশিত হয়নি।

৭. জার্মানি: ২০২৩ সালে জার্মানির পোশাক রপ্তানি ছিল ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার। ২০২৪ সালের তথ্য পাওয়া যায়নি।

৮. যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র ২০২৩ সালে ২১ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। ২০২৪ সালে এর পরিমাণ বেড়ে ২২ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

৯. পাকিস্তান: নবম স্থানে থাকা পাকিস্তান ২০২৩ সালে ১৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। ২০২৪ সালে রপ্তানি কমে ১৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে নেমে আসে।

১০. স্পেন: ২০২৩ সালে স্পেনের পোশাক রপ্তানি ছিল ১৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। ২০২৪ সালে তা বেড়ে ২১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

দেখা যাচ্ছে, বিশ্ববাজারে চীন নিরঙ্কুশভাবে শীর্ষে থাকলেও বাজারে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে, নতুন উদীয়মান অর্থনীতি ও ইউরোপীয় বাজারে রপ্তানির সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়