শিরোনাম
◈ ফরিদপুরে গরু চুরির আতঙ্কে সালথা উপজেলা বাসী! ◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক ◈ বন্ধ হচ্ছে শিল্প-কারখানা, স্থবির ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ  ◈ দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ ◈ সা‌কিব বল‌লেন আমার বেস্ট‌ফ্রেন্ড নেই,  তামিম ও মুশফিক ভালো বন্ধু ◈ সব চেয়ে দুর্ভাগ্যজনক উনি আমাদের দলের চেয়ারম্যান, একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক: কাজী ফিরোজ রশীদ ◈ এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী ◈ হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ 

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১১:১২ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

জাপানের কাছে আরও সহায়তা চেয়েছে বাংলাদেশ

মনজুর এ আজিজ : জাপানের কাছে আরও অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বা বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) চেয়েছে বাংলাদেশ। এছাড়া কৌশলগত অংশীদারত্বের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে একমত পোষণ করেছে উভয় দেশ। বৃহস্পতিবার (১৫ মে) টোকিওতে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে আলোচনাকালে এসব বিষয় উঠে আসে।

বৈঠকের বিষয়ে টোকিওর বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বাংলাদেশ আরও বেশি ওডিএ রেয়াতি লোন ও এর পরিশোধের সময়কাল বাড়ানো এবং বাজেট সহায়তার জন্য জাপানের সহায়তা চেয়েছে। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গাদের) দ্রুত তাদের দেশে প্রত্যাবাসনের জন্য জাপান তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

বৈঠকে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভসের (বিগ-বি) অধীনের পক্ষ বলেছে যে, উচ্চমানের অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো নিশ্চিতের জন্য জাপান আরও জোরালোভাবে সম্পৃক্ত থাকবে বাংলাদেশের সঙ্গে। মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক এবং বিগ-বি উদ্যোগের নতুন পরিকল্পনার আওতায় জাপান এই অঞ্চলের টেকসই উন্নয়ন দেখতে চায়। 

বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফর নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৯-৩০ মে জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। 

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ষষ্ঠ এফওসিতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম। জাপানের পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র উপ-পররাষ্ট্রমন্ত্রী আকাহোরি তাকেশি।

বৈঠকে উভয়পক্ষ জানিয়েছে যে, তারা ‘জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বের অধীনে নিরাপত্তা, অর্থনীতি, অর্থনৈতিক সহযোগিতা, জনগণ এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিস্তৃত ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে। এছাড়া আন্তর্জাতিক বিষয়ে এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়