শিরোনাম
◈ দুই বাংলার সিনেমা অঙ্গনে বাড়ছে ‘দুরত্ব’ ◈ ‘বিড়াল ধরে খাওয়ার অপরাধে’ হাইতির অভিবাসীদের তাড়াতে চান ট্রাম্প ◈ বাংলাদেশের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের ◈ বাংলাদেশ ও ভারতের তিনজন করে ক্রিকেটার রেকর্ডের সামনে দাঁড়িয়ে  ◈ ধর্ষণ মামলা নিতে দেরি করায় ওসি গ্রেপ্তার! ◈ সাবেক মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্যসহ ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল ◈ রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী ◈ ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ ◈ বিপাকে আওয়ামী লীগের পলাতক নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ◈ এভাবে মার খেয়ে আমরা কারখানায় যাব না : এ কে আজাদ

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জিএস হেলাল গ্রেপ্তার

হেলাল

রাজু আহমেদ, চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল উদ্দিন ওরফে জি এস হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাঁশখালী থানাধীন উত্তর জলদী গ্রামের মোফাজ্জল আহাম্মদের ছেলে। 

মঙ্গলবার (৬ জুন) দুপুরে নগরীর লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ২০০৩ সালে ১৪ জুন চট্টগ্রাম নগরীর উত্তর আমবাগান রেলওয়ে স্টাফ কোয়ার্টারে ঢুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দীনকে। 

ইতোপূর্বে বিভিন্ন সময়ে স্থানীয় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে দেখা যায়। খুলশী এলাকায় জিএস হেলাল এক আতঙ্ক হিসেবে পরিচিত, প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা, রেলওয়ের টেন্ডারবাজি, রেলওয়ের জায়গা দখল করে রিকশা ও সিএনজির গ্যারেজ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যা মামলায় ২০০৪ সালের ২৫ শে নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে ২৩ জনের সাক্ষ্য নিয়ে শিপন ও ইমনকে ফাঁসি ও ৭ আসামিকে যাবজ্জীবন এবং চারজনকে খালাস প্রদান করেন আদালত। গত ৭ মে নগরীর আমবাগান এলাকা থেকে মাজহারুল ইসলাম ফরহাদ নামে এ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকেকে গ্রেপ্তার করে র‌্যাব। ২০২২ সালের ৮ মার্চ রাতে কুমিল্লা কারাগারে ফাঁসি কার্যকর করা হয় শিপন হাওলাদার ও নাইমুল ইসলাম রিপনের।

এ ব্যাপারে খুলশী থানার অফিসার ইনচার্জ সন্তোষ কুমার চাকমা বলেন, মে মাসের ২৫ তারিখে হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যা মামলা ও পুলিশকে মারধরের একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়