শিরোনাম
◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ বিএনপির কেউ মার্কিন ভিসানীতির আওতায় পড়ার শঙ্কা নেই: শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ লোকসভায় বিরোধী দলীয় এমপিকে মোল্লা আতঙ্কবাদী বলে বিজেপি এমপির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জিএস হেলাল গ্রেপ্তার

হেলাল

রাজু আহমেদ, চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল উদ্দিন ওরফে জি এস হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাঁশখালী থানাধীন উত্তর জলদী গ্রামের মোফাজ্জল আহাম্মদের ছেলে। 

মঙ্গলবার (৬ জুন) দুপুরে নগরীর লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ২০০৩ সালে ১৪ জুন চট্টগ্রাম নগরীর উত্তর আমবাগান রেলওয়ে স্টাফ কোয়ার্টারে ঢুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দীনকে। 

ইতোপূর্বে বিভিন্ন সময়ে স্থানীয় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে দেখা যায়। খুলশী এলাকায় জিএস হেলাল এক আতঙ্ক হিসেবে পরিচিত, প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা, রেলওয়ের টেন্ডারবাজি, রেলওয়ের জায়গা দখল করে রিকশা ও সিএনজির গ্যারেজ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যা মামলায় ২০০৪ সালের ২৫ শে নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে ২৩ জনের সাক্ষ্য নিয়ে শিপন ও ইমনকে ফাঁসি ও ৭ আসামিকে যাবজ্জীবন এবং চারজনকে খালাস প্রদান করেন আদালত। গত ৭ মে নগরীর আমবাগান এলাকা থেকে মাজহারুল ইসলাম ফরহাদ নামে এ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকেকে গ্রেপ্তার করে র‌্যাব। ২০২২ সালের ৮ মার্চ রাতে কুমিল্লা কারাগারে ফাঁসি কার্যকর করা হয় শিপন হাওলাদার ও নাইমুল ইসলাম রিপনের।

এ ব্যাপারে খুলশী থানার অফিসার ইনচার্জ সন্তোষ কুমার চাকমা বলেন, মে মাসের ২৫ তারিখে হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যা মামলা ও পুলিশকে মারধরের একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়