শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ১০

তাছাদ্দুক রাজা, সুনামগঞ্জ: [২] সোমবার রাত ১২টার দিকে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আশিক আলী এবং শের আলীর লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন- থলেরবন্দ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ, একই গ্রামের মৃত নইমুল্লার ছেলে আব্দুল আউয়াল ।

[৪] এ ঘটনায় উভয়পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বিষয়টি  জানিয়েছেন।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার থলেরবন্দ গ্রামে বিনা অনুমতিতে গৃহপালিত একটি ঘোড়া শের আলীর বাড়ির সামনে আশিক আলীর লোকজন বেঁধে রাখে। এসময় ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে ফরিদ আঘাত পান। এতে আশিক আলীর ভাই সাহার আলী, শের আলীকে আশিক আলীর বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাস করলে শের আলীর লোকজন সাহার আলীকে মারধর করেন।

[৬] এ ঘটনার জের ধরে সোমবার রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষের লোকজন। সংঘর্ষকালে আশিক আলীর নূর মোহাম্মদ ও শের আলীর পক্ষের আব্দুল আউয়াল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় আহত নূর মোহাম্মদকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্পাদনা: সমর চক্রবর্তী

প্রতিনিধি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়