বাবুল আক্তার, যশোর: [২] যশোর-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন পার্টির ভাইস চেয়ারম্যান এ্যাড.আব্দুল আওয়াল।
[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (২৯ নভেম্বর) বুধবার বিকেলে বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাড. আব্দুল আওয়াল দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নিকটে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়পত্র জমাদানের সময় উপজেলা নির্বাচনি কর্মকর্তা সেলিম হোসেন উপস্থিত ছিলেন।
[৪] অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের যশোর জেলার সদস্য সচিব আব্দুল লতিফ, উপজেলা কংগ্রেসের নেতা আব্দুল গফফর ও আব্দুল জব্বারসহ উপজেলার কংগ্রেসের নেতৃবৃন্দ। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস