শিরোনাম
◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া-৩ এ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন 

মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া): [২] বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

[৩] উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার টুকটুক তালুকদার বলেন, ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাতজন ফরম তুলেছেন। তারা হলেন- আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, সহসভাপতি অজয় কুমার সরকার, সদস্য নাহিদ সুলতানা তৃপ্তি, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যিনর্বাহী সদস্য মাহবুবা নাছরিন রুপা, বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তবিবর রহমান তবি। 

[৪] স্বতন্ত্র প্রার্থী দু'জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, আদমদীঘি উপজেলার কোচপুকুরিয়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে নজরুল ইসলাম ও দুপচাঁচিয়া উপজেলার গুনাহার পৌঁওতা গ্রামের ইয়াদ আলীর ছেলে জাকারিয়া হোসেন। নির্বাচনে ভোটকেন্দ্রের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের প্যানেল প্রস্তুতির জন্য তালিকা সংগ্রহের কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।

[৫] বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩ লাখ ২২ হাজার ১৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই আসনে মোট ১১৭টি কেন্দ্রের ৭২৩টি ভোট কক্ষে এই ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। আদমদীঘি- দুপচাচিয়া উপজেলা নিয়ে বগুড়া-৩ আসন গঠিত। 

[৬] এই আসনে দুপচাঁচিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৭৬ হাজার ৭৮৩জন, মহিলা ৭৭ হাজার ২৯৫জন ও তৃতীয় লিঙ্গের একজন। এই উপজেলায় মোট ৫৭টি ভোটকেন্দ্রে উল্লেখিত ভোটাররা ভোট প্রদান করবেন। এছাড়াও আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৮৮জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ৮৪ হাজার ১২৮জন ও মহিলা ৮৩ হাজার ৯৬০ জন। এই উপজেলার ভোটার মোট ৬০টি কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন। দুইটি উপজেলায় সর্বমোট ১১৭টি ভোটকেন্দ্রে ৩ লাখ ২২ হাজার ১৬৭ জন ভোটার ভোট প্রদান করবেন।

[৭] আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু বলেন, এ আসনের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলাবাসী চাইছেন যে আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিই। তাদের প্রত্যাশা পূরণ করতে আমি আওয়ামীলীগের মনোনয়নে সংসদ সদস্য প্রার্থী হতে চাই। অনেকদিন ধরে আমি দল ও দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণের বিপদে আপদে পাশে আছি। ত্যাগের মূল্যায়ন হলে আমি মনোনয়ন পাব এবং বিপুল ভোটে নির্বাচিত হব।

[৮] একই উপজেলার আওয়ামী লীগের সদস্য ও সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, দলীয় মনোনয়ন না পেলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে অনড় থাকব। যাকেই তিনি (প্রধানমন্ত্রী) মনোনীত করবেন তাকেই নির্বাচিত করতে কাজ করব। 

[৯] নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এর মধ্যে বগুড়ায় মনোয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়