শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর পদ্মায় ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

সাঁতার প্রতিযোগিতা

মঈন উদ্দিন, রাজশাহী: সাঁতার সম্পর্কে মানুষকে আগ্রহী করতে রাজশাহীর পদ্মা নদীতে অনুষ্ঠিত হলো ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা।

শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ৮টায় নগরীর পদ্মার টি-বাঁধ এলাকায় এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা নগরীর টি-বাঁধ থেকে শুরু করে সারদা ক্যাডেট কলেজ পদ্মার পাড়ে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মোট ২৭ জন সাঁতারু অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার আয়োজক ক্রিড়া পরিদপ্তরের উপ-পরিচালক এসএ ফেরদৌস আলম জানান, মানুষের মধ্যে সাঁতার শেখার আগ্রহ তৈরি করতেই এমন প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় অংশ নিতে সারাদেশ থেকে নামকরা মোট ৩০ জন সাঁতারু রেজিস্ট্রেশন করেন। কিন্তু অংশ নিয়েছেন মোট ২৭ জন। তারা সকাল ৯টায় টি-বাঁধের নিচ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। সাঁতার কেটে ২০ কিলোমিটার দূরে চারঘাটে পৌঁছান দুপুর ১টায়।

তিনি বলেন, প্রতিবছর দেশে বহু মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে। এই মৃত্যুহার কমাতে সবাইকে সাঁতার শেখার জন্য আগ্রহী করতে সারাদেশেই কাজ করছেন তারা।

বেঙ্গলস ডলফিন্সের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। 

এছাড়াও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সরকারি শারীরিক কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়