শিরোনাম
◈ ট্রাম্পের বিদেশি শিক্ষার্থী ভর্তি নীতি স্থগিত: হার্ভার্ডে ভর্তিতে আর বাধা নেই ◈ ঈদের আগেই বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট: গভর্নর ◈ রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ◈ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে চলছে একনেক সভা ◈ একসঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চাইল এনসিপি (ভিডিও) ◈ ড. ইউনূস পদত্যাগ করলে দেশ কোন সংকটে পড়বে? ◈ আইসিজেতে দায়ের ১৬ মামলায় শেখ হাসিনাকে অব্যাহতি, যা জানা গেল ◈ রাজনীতিতে নতুন বাঁক, সংকট উত্তরণে দ্রুত রোডম্যাপে সমাধান দেখছে বিএনপি ◈ নির্বাচনের রোডম্যাপ জুনেই চায় জামায়াত: আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান ডা. শফিকুর রহমানের ◈ সন্ধ্যায় ড. খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৩, ০২:০৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৩, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেলে দেয়া ভুট্টা গাছ থেকে তৈরি হচ্ছে গো-খাদ্য

ভুট্টা গাছ থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের গো-খাদ্য

খাদেমুল বাবুল, জামালপুর: এক সময়ের ফেলে দেওয়া ও জ্বালানি হিসেবে ব্যবহার করা ভুট্টা গাছ থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের গো-খাদ্য। যা গো-খাদ্য সংকট সমাধানসহ ভুট্টা চাষির দ্বিগুণ লাভের পথ দেখিয়েছেন। এবার তাই ভুট্টা চাষে লাভেই লাভ জামালপুরের ভুট্টা চাষিদের।

জানা যায়, এবছর জেলায় ১৭ হাজার ৪৬৩ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ফলে প্রতি বছর জেলায় ভুট্টা চাষ বৃদ্ধি পাচ্ছে। এ বছর গত বছরের চেয়ে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। এ বছর ভুট্টার বাম্পার ফলন ও ভালো দামের পাশাপাশি ফেলে দেওয়া ভুট্টা গাছ থেকে উৎকৃষ্ট মানের গো-খাদ্য তৈরি করা হচ্ছে। যা ভুট্টা চাষীদের অতিরিক্ত লাভের পাশাপাশি ডেইরি খামার মালিক বা যারা গরু পালন করেন তাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাষীরা এক সময় ভুট্টার গাছ আগুনে জ্বালিয়ে দিতেন অথবা জ্বালানি হিসেবে ব্যবহার করতেন। এখন ভুট্টা গাছ আর জ্বালানি বা ফেলানীর কোনো বস্তু নয়। ভুট্টা গাছ থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের গো-খাদ্য। যা বছর ভরে ডেইরি খামারি ও গরু পালনকারীদের সারা বছরের গরুর খাবারের যোগান দিতে পারে। সারা দেশে অনেক ডেইরি খামার রয়েছে। খামার মালিকদের অধিকাংশ সময় গো-খাদ্যের নানা সংকটে পড়তে হয়। তাই অধিক মূল্যে দিয়ে গো-খাদ্য কিনে গরু লালন পালন করে গুনতে হয় লোকসান ।

ডেইরি খামারি আবদুল মান্নান বলেন, আগে আগে ভুট্টা গাছ চষিরা ফেলে দিতো বা জ্বালানি হিসাবে ব্যবহার করতেন। এখন ভুট্টা গাছ আর ফেলানি বা জ্বালানি নয়। আমি দুই বিঘা জমির ভুট্টা গাছ ১৫ হাজার টাকায় কিনে এনেছি। মেশিন দিয়ে কেটে নালি, কালো জিরা ও বিভিন্ন উপাদান দিয়ে গোখাদ্য তৈরি করছি। যা আমার খামারের ৩০টি গরুর এক বছরের খাদ্য হবে।

খামারি আমজাদ হোসেন বলেন, দেখুন দেশীয় পদ্ধতিতে ভুট্টা গাছ থেকে স্বল্প খরচে গো-খাদ্য তৈরির পদ্ধতি চালু হওয়ায় ভুট্টা চাষিরাও লাভবান হচ্ছে খামারিরাও লাভবান হচ্ছে। এই খাদ্য গরুর জন্য অত্যান্ত পুষ্টিকর বলে জানান, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী।

এক সময়ের ফেলে দেওয়া ভুট্টা গাছ থেকে  উৎকৃষ্টমানের গো-খাদ্য তৈরি পদ্ধতি সারা দেশে চালু হলে চাষি ও খামারি উভয়েই লাভবান হবেন বলে মনে করেন কৃষিবিদ ডা. সাইফুল ইসলাম। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়