সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ষাটোর্ধ এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। নানা রোগব্যাধি ও মানসিক বিপর্যয় থেকে তিনি আত্মাহত্যা করতে পারেন বলে পরিবারের দাবি।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামে।
আত্মহত্যাকারী বৃদ্ধার নাম জামিরন বেগম (৬৩)। সে পৌরসভার উত্তর শিবপুর গ্রামের হ্যালিপোর্ট এলাকার মো. ইদ্রিস শেখের স্ত্রী। দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিক ব্যাধিতে ভুগছিলেন তিনি।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন পার্শ্ববর্তী সড়কে পাটকাঠির আঁশ ছাড়াতে যায়। এসময় বৃদ্ধা জামিরন বাড়িতে অবস্থান করছিলেন। সকাল সাড়ে আটটার দিকে বাড়ির লোকজন ফিরে। জামিরন বেগমের ঘর ভেতর থেকে আটকানো দেখে তাকে ডাকাডাকি করে সাড়া না পেলে পরিবারের লোকজনের সন্দেহ হয়।
পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে বসতঘরের আড়ার সাথে গলায় রশি নিয়ে ঝুলতে দেখে। স্থানীয়রারা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বৃদ্ধা মানসিক ও শারীরিক অসুস্থ ছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।