মোঃ রমজান আলী, চাঁপাইবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুর গ্রামে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বিদ্যুৎষ্পৃষ্ট মাকে বাঁচতে গিয়ে ছেলেও প্রাণ হারান। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চক দৌলতপুর মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (২৯) ও তাদের ছেলে মুজাহিদ হোসেন (১০)।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, বিকেলে নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে দিচ্ছিলেন মুরশিদা খাতুন। এসময় বৈদ্যুতিক তাঁরের সঙ্গে স্পৃষ্ট হয় মুরশিদা। মাকে বিদ্যুৎষ্পৃষ্ট হতে দেখে তাকে রক্ষা করতে গিয়ে ছেলে মুজাহিদ ষ্পৃষ্ট হয়ে পড়ে। দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে মা ও ছেলে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মৃতদের সুরতহাল করেছে। এ ঘটনায় ব্যবস্থা নিয়ে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।