শিরোনাম
◈ শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ ◈ চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব ◈ সিলেটে পাথরকাণ্ড: ডিসির পর এবার ইউএনওকে বদলি ◈ যে তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দিতে রাজি স্বাস্থ্য উপদেষ্টা ◈ ৫৫ বছরের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা বিমানের ◈ ভারত কি বাণিজ্য যুদ্ধ সামাল দিতে পারবে? ◈ ১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ, প্রজ্ঞাপন জারি ◈ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ অনুমোদন, ফল প্রকাশ কাল ◈ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট মাকে বাঁচতে গিয়ে ছেলেও প্রাণ হারান ◈ কুমিল্লায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছাত্র অধিকার পরিষদের সভাপতি-সম্পাদকের ওপর ছাত্রলীগের হামলা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে এই হামলার ঘটনা ঘটে। হামলায় নগরকান্দা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজিম মাতুব্বর সাগর (২৫) ও সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান (২৮) গুরুতর আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হামলার শিকার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিযোগ, সাবেক ছাত্রলীগ কর্মীরা কমিটিতে প্রবেশের চেষ্টা করছিল। এতে বাঁধা দেওয়ায় আজ তাদের ওপর এ হামলা চালানো হয়।

উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজিম মাতুব্বর সাগর বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে। সাবেক ছাত্রলীগ কর্মীরা গণঅধিকার পরিষদের কমিটিতে প্রবেশের চেষ্টা করছিল। এতে বাঁধা দেওয়ায় আমাদের ওপর ক্ষিপ্ত ছিল তারা। আজকে সুযোগ পেয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমি ও সাধারণ সম্পাদক আহত হয়েছে।

নগরকান্দা থানার এসআই (উপ-পরিদর্শক) মো. ইরান হোসেন বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন বলেন, আমি থাকাকালীন সময়ে হামলার কোন ঘটনা ঘটেনি। অনুষ্ঠান শেষ করে আমি জেলায় চলে আসি। পরে হয়তো কোন ঘটনা ঘটতে পারে, যা আমার জানা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়