শিরোনাম
◈ জনরায় পেলে মিলেমিশে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের ◈ কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর? ◈ শেখ হাসিনাকে যেভাবে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া ◈ বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে : প্রধান উপদেষ্টা  ◈ লাফার্জ হোলসিমের মাটি সংগ্রহে ফসলি জমি ও জলাশয় ধ্বংস: পরিবেশ ও কৃষি বিপর্যয়ের আশঙ্কা ◈ বাংলাদেশ ঋণের ‘২৬০ কোটি টাকা’ ফেরত দেয়নি, দাবি করল পাকিস্তান ◈ মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ◈ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ বিএনপিকে দুর্বল দেখাতে অপপ্রচারের চেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার: টেকনোগ্লোবাল ইনস্টিটিউটের চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পোশাক শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুরে সবুজ আহমেদ (৩৬) নামের রিচম্যান পোশাক শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরের দিকে জেলা শহরের ঝিলটুলী এলাকার ওই পোশাক শোরুম সংলগ্ন শেফালী মঞ্জিলের তৃতীয় তলার একটি মেসবাসা থেকে মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

সবুজ আহমেদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের শাহাদাৎ হোসেন খন্দকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রিচম্যান পোশাক শোরুমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর ঝিলটুলি এলাকায় রিচম্যান পোশাক শোরুমে চাকরির সুবাদে ওই এলাকার শেফালী মঞ্জিলের তৃতীয় তলার একটি মেসবাসা সবুজ আহমেদ মেসবাসায় ভাড়া থাকতেন। ওই বাসার অপর একটি কক্ষে থাকেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী রুবাইয়াত হোসেন।

রুবাইয়েত হোসেন বলেন, গত কয়েক দিন ধরে সবুজ আহমেদ ঠিকমতো খাওয়াদাওয়া করতেন না। এর আগে একদিন মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলেন তিনি। আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নিচেও গিয়েছিল।

এরপর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকাল ১০ টার দিকে দরজা না খুললে আমরা ডাকাডাকি করি, কোনো সাড়াশব্দ না পেয়ে দরজাটি ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে পোশাক শোরুমে গিয়ে তার সহকর্মীদের বিষয়টি জানাই।

কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আহাদুজ্জামান জানান, ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়