কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকনকে ওএসডি করা হয়েছে। সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডিকৃত তত্ত্ববধায়ক ডা. নুর নেওয়াজকে তত্ত্বাবধায়ক পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।
গত ১১ আগষ্ট'২৫ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়
জারিকৃত পত্রে ডা. মো. শহিদুল্লাহকে গাইবান্ধার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বদলি করা হয়। আগামী ১৭ আগস্ট বদলীকৃত কর্মস্থলে যোগদান না করলে পরবর্তী কর্মস্থলে তাকে ওই পদ থেকে অবমুক্ত করা হবে বলেও উল্লেখ করা হয়।
জানা গেছে, গত ২০২১ সালে ডা. মো. শহিদুল্লাহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে নানা অনিয়ম,দূর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। তার দ্বায়িত্ব অবহেলার ধারাবাহিকতায় গত ২৫ জুলাই চিকিৎসকের অবহেলায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা জামাল বাদশাহ (৫৫) নামে এক শ্বাস কষ্টের রোগীর মৃত্যু হয়।
এর ৬ দিন পর বুধবার (৩০জুলাই) উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের নাওড়া গ্রামের বাসিন্দা ফুলবাবু দাস (১৮) নামে অপর আর এক শ্বাস কষ্ট রোগীর মৃত্যু হয়। পরপর দুই রোগীর মৃত্যুর ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তারা দায়িত্ব অবহেলা ও ব্যার্থতার ঘটনা জানাজানি হলে হাসপাতালটির চিকিৎসকের দায়িত্ব নিয়ে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে ওএসডি প্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকনের মুঠোফোনে যোগাযোগ করার বারংবার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।