শিরোনাম
◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০২:৪০ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক জেলা পরিষদ সদস্য ও আ'লীগ নেতা ডন কারাগারে

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলা জজ আদালতে সাবেক  জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মনজুর আহমেদ ডন জামিন নিতে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায়  জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেছে আদালত। 

সোমবার (১১আগস্ট) দুপুরে তিনি জেলা জজ আদালতে হাজির হয়ে  জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দেন।

ডন ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের মৃত শওকত আলীর ছেলে ও সাবেক জেলা পরিষদ সদস্য এবং বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দ্বায়ীত্বে রয়েছে তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী  তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিলেন মনজুর আহমেদ ডন। ঘটনার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। 

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, আদালতে জামিন নিতে গিয়ে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়