শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে স্ত্রীকে আত্মহত্যার পরামর্শ দিয়ে অন্যের স্ত্রী নিয়ে পলাতক স্বামী

ইমরুল কায়েশ, যশোর: যশোর সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রী ও সন্তানকে আত্মহত্যা করতে বলে অন্যের স্ত্রী নিয়ে পালিয়েছেন সবুজ হোসেন নামে এক ব্যক্তি।

শুক্রবার (৮ আগস্ট) রাতে ভুক্তভোগী স্ত্রী মীম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, সাড়ে তিন বছর আগে সবুজের সঙ্গে তার বিয়ে হয়। বিয়েতে আসবাবপত্র ও উপহার দেওয়া হলেও, পরবর্তীতে স্বামী তিন লাখ টাকা যৌতুক দাবি করেন এবং তা না পেয়ে শারীরিক নির্যাতন চালান।

গত ৪ আগস্ট পুনরায় যৌতুক দাবি করলে মীম অস্বীকৃতি জানান। এতে সবুজ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন এবং তার মা তহমিনা বেগমও সহযোগিতা করেন বলে অভিযোগ। প্রতিবেশীরা মীমকে উদ্ধার করলে সবুজ জানিয়ে দেন, যৌতুক না পেলে সংসার করবেন না। এরপর স্ত্রী ও সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে প্রবাসী আল আমিনের স্ত্রী ইরানীকে ঘরে তুলে নেন।

প্রবাসী আল আমিন জানান, তার স্ত্রী ইরানী তার কাছ থেকে নিয়মিত টাকা নিতেন, কিন্তু পরবর্তীতে ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চলে গিয়ে সবুজের সঙ্গে চলে যান।

এ বিষয়ে জানতে সবুজের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। কোতোয়ালি থানার এসআই কবির হাসান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়