শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ১২:৫৩ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ড্রেনে যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস (ভিডিও)

রংপুরে ধাওয়া খেয়ে ড্রেনে আশ্রয় নিতে গিয়ে ভেতর আটকা পড়ে এক যুবক। পরে এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বুধবার ( ৬ আগস্ট) দিবাগত রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে স্থানীয় যুবকদের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ড্রেনে আটকা পরে সিয়াম (২২) নামে এই  যুবক। রংপুর নগরীর শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।

 সিয়াম নামের ঔই যুবক বলেন, ‘আমার বাড়ি নগরীর শহীদ ভাটার পাশে। আমি শাপলা চত্বরে লাকি হোটেলে কাজ করি। আমার প্রেমিকার সঙ্গে দেখা করতে নুরপুরে এক গলিতে গিয়েছিলাম। কিন্তু কিছু বখাটে ছেলে আমার কাছ থেকে টাকা দাবি করেছে। আমি দিতে না চাইলে তারা আমাকে মারধর করে ধাওয়া দেয়। এসময় প্রাণ বাঁচাতে আমি ড্রেনের মধ্যে লুকাই। কিন্তু পরে সেখানে আটকে যাই। চিৎকার করলে স্থানীয় কিছু লোক এগিয়ে আসে। পরে স্থানীয়রা মানুষ ফায়ার সার্ভিসকে ফোন দিলে আমাকে উদ্ধার করে।
 
 এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিপন মিয়া বলেন, কিছু স্থানীয় লোক মধ্যরাতে ফোন দেয়। আমাদেরকে জানায় একজন যুবক ড্রেনে পড়ে আটকা পড়ে গেছে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে কিছু স্থানীয় মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করি। ছেলেটি সুস্থ রয়েছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়