শিরোনাম
◈ এক হচ্ছে দেশের তিন দ্বীপ, নতুন ভূমি, নতুন সম্ভাবনা: স্পারসোর গবেষণা ◈ ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ ◈ ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক বাড়ানোর জবাবে মোদির হুঁশিয়ারি: চড়া মূল্য দিতেও প্রস্তুত, কিন্তু আপস নয় ◈ ট্রাম্পের ১৫,০০০ ডলারের ভিসা বন্ড কর্মসূচি কী – এবং কারা এটির প্রভাবের আওতায় পড়বেন? ◈ ধ্বংস ডেকে আনলেন নেতানিয়াহু, নিজের তৈরি ‘দানব’ এখন তার দিকেই ঘুরে দাঁড়িয়েছে! ◈ যেসব যোগ্যতা বিবেচনায় দেওয়া হবে বিএনপির মনোনয়ন! ◈ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কলিমউল্লাহ গ্রেপ্তার ◈ জাতীয় পরিচয়পত্রে বয়স সংশোধন: কত বছর পরিবর্তনে কোন অফিস, কী কী কাগজ লাগবে ◈ ইউরোপে জন্ম নিল নতুন স্বঘোষিত রাষ্ট্র 'ভেরডিস', ২০ বছর বয়সী প্রেসিডেন্টের নেতৃত্বে উত্তেজনা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটায় সমুদ্রে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া খুলনার কিশোর মিয়া সামাদ সিদ্দিকী (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার(৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে সাগরে তলিয়ে যান সামাদ। প্রায় কয়েক ঘণ্টা উদ্ধার তৎপরতার পর দুপুর ২ ঘটিকায় সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা ছিলেন।তিনি খুলনা থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।দলটি মঙ্গলবার স্থানীয় একটি আবাসিক হোটেলে ওঠে।পরদিন(আজ )সকালে সৈকতে গোসল করতে নামলে সাঁতার না জানার কারণে সামাদ গভীর পানিতে ডুবে যান।তার সঙ্গীরা তীরে উঠলেও তিনি আর ফিরে আসেননি।

ঘটনার পরপরই কুয়াকাটা নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সমুদ্রে প্রায় ২ ঘণ্টা খোজার পরে সামাদের মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রুমান হাওলাদার জানান,ছেলেটি ডুবে যাওয়ার পর থেকেই পুলিশ,স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের লোকজন মিলে সমুদ্রে খোজাখুজি করে,প্রায় ২ ঘণ্টা পরে ছেলেটির মরদেহ উদ্ধার হয়েছে।

ঘটনার বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন,আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করেছি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারসহ তার সঙ্গীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়