শিরোনাম
◈ চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ ◈ অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে চান সোহানরা, রা‌তে রওনা হ‌লো বাংলা‌দেশ দল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল অডিও: ঘুষ দাবির অভিযোগে এসআই চিরঞ্জীব ৬ ঘণ্টায় প্রত্যাহার

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার : কক্সবাজারের রামু থানার উপপরিদর্শক (এসআই) চিরঞ্জীব বড়ুয়ার ঘুষ দাবির অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ৬ মিনিটের একটি অডিও ক্লিপে চিরঞ্জীব বড়ুয়াকে এক মামলার তদন্তে অনুকূল প্রতিবেদন দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা ঘুষ দাবি করতে শোনা যায়। এতে স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং পুলিশের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠে।

অডিওতে এসআই চিরঞ্জীব মামলার বাদী রুপনা বড়ুয়ার দেবর সোহেল বড়ুয়াকে বলেন,
“তোমাদের মামলার বিষয়টি নিয়ে আমি স্যারদের সঙ্গে কথা বলেছি। একজন হলে ৭০ হাজার, দুইজন হলে ১ লাখ। কাল সকালেই টাকা দিতে হবে।”
এসময় তিনি আরো বলেন, “বিবাদীরা কিন্তু শিক্ষিত, টাকা পয়সাওয়ালা। তারা চাইলে তিন লাখও দিতে পারে। তাই সময়মতো সিদ্ধান্ত নাও।”

জানা যায়, সাত মাস আগে রামুর হাইটুপী শ্রীকুল এলাকায় এক যুবককে সেফটিক ট্যাংকের ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনায় রুপনা বড়ুয়া বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী শিপ্ত বড়ুয়া অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা প্রকৃত অপরাধীদের দায়মুক্ত করতে ঘুষ দাবি করেছেন। তিনি বলেন, “এটি ন্যাক্কারজনক ও শাস্তিযোগ্য অপরাধ।”

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, “এসআই চিরঞ্জীবকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৈয়বুর রহমান বলেন, “ঘটনাটি খুবই বিব্রতকর। জানার পরপরই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

চিরঞ্জীব বড়ুয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়