শিরোনাম
◈ উন্মুক্ত হলো দুটি শক্তিশালী ‘ওপেন ওয়েট’ বিনা মূল্যের এআই মডেল ◈ চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ১১:১০ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহ্য হারাতে বসেছে সিরাজগঞ্জের কাটাখালী নদী! দখল-দূষণ ও অসচেতনতায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: ঐতিহ্য হারাতে বসেছে সিরাজগঞ্জ শহরের মাঝ দিয়ে বহমান কাটাখালী নদী। পাটের ব্যবসার জন্য ব্রিটিশ নীলকুঠিয়ালরা সিরাজগঞ্জ শহরের মাঝ দিয়ে প্রবহমান বড়াল নামে অতিপ্রাচীন মরা খালটি খনন করে। তখন থেকে যা কাটাখালী নামে পরিচিত।একটি সময় এ নদী দিয়ে নৌকা ও জাহাজে করে পাটসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হতো।তবে বর্তমান চিত্র ভিন্ন রকম।ময়লা-আবর্জনা ও কচুরিপানাতে ভরাট হয়েছে কাটাখালী নদীর অধিকাংশ জায়গা।নেই আগের মতো পানি প্রবাহ।

প্রভাবশালীদের দখল,কর্তৃপক্ষের অবহেলা, অব্যবস্থাপনা আর জনসচেতনতার অভাবে নদীটি বর্তমানে পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে।ছড়াচ্ছে দুর্গন্ধ।দূষিত পানিতে বাড়ছে মশা ও মাছির সংখ্যা।ফলে নানান রকমের রোগ-বালাইয়ে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।এই দুর্ভোগ থেকে মুক্তি পাবার জন্য কর্তৃপক্ষের কাছে দ্রুত এই নদীটি সংস্কারের জন্য দাবী জানান স্থানীয়রা। 

স্থানীয়রা বলেন, বর্তমানে চিত্র একেবারেই ভিন্ন। স্থানীয় প্রভাবশালীদের অনৈতিক দৌড়াত্বে নদীর অধিকাংশ জায়গা দখল হয়ে গেছে। কচুরিপানা, ময়লা ও আবর্জনায় ভরাট হয়ে খালজুড়ে পানি প্রবাহ নেই বললেই চলে। দখল, দূষণ ও কর্তৃপক্ষের উদাসীনতায় ঐতিহ্যবাহী এই জলাধার পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও পড়েছে হুমকির মুখে। 

চিকিৎসকেরা বলছে এই দুরবস্থার প্রভাব পড়েছে জনস্বাস্থ্যেও।এই আবর্জনার গন্ধ ও ময়লা থেকে নিয়মিত ছড়াচ্ছে রোগ-জীবাণু।দ্রুত ব্যবস্থা না নিলে শহরজুড়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ আকিকুন নাহার বলেন,সৃষ্ট দূষিত পরিবেশ থেকে ছড়াচ্ছে রোগ-জীবাণু। যা স্থানীয়দের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। 

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কাটাখালি নদীতে অপরিকল্পিতভাবে ফেলানো হচ্ছে বর্জ্য সহ বিভিন্ন রকমের ময়লা-আবর্জনা,যা আমাদের পরিবেশকে দুষিত করছে। এই কাটাখালী নদীটি পরিস্কার,খনন আর নদীর নাব্যতা ফিরিয়ে আবারো তার প্রাচীন ঐতিহ্যকে ও সৌন্দর্যকে ফিরে পাওয়ার জন্য পৌর প্রশাসক ও জেলা প্রশাসকের কাছে দাবী জানান।

এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান বলেন, স্থানীয়দের জনসচেতনতা  বৃদ্ধি করতে হবে। এছাড়া তিনি আগামীতে প্রকল্পের আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়