শিরোনাম
◈ উন্মুক্ত হলো দুটি শক্তিশালী ‘ওপেন ওয়েট’ বিনা মূল্যের এআই মডেল ◈ চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। রোববার রাত ১০টার দিকে মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

সোমবার (৪ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় এক পথচারী প্রথমে শিকলটি দেখতে পান। তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর যায় পুলিশ ও স্টেশনমাস্টারের কাছে। নলডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁর আত্রাই থেকে বিশেষজ্ঞ মিস্ত্রি এনে শিকল কেটে ফেলা হয়। উদ্ধার করা শিকল ও তালা মাধনগর স্টেশন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে।

ঘটনার কারণে সীমান্ত এক্সপ্রেস ৩ ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘণ্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলাচল করে। বর্তমানে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, যদিও এটি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত, খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। প্রাথমিকভাবে এটি নাশকতার উদ্দেশ্যে করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়