শিরোনাম
◈ উন্মুক্ত হলো দুটি শক্তিশালী ‘ওপেন ওয়েট’ বিনা মূল্যের এআই মডেল ◈ চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছাড়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে মন্তব্য করে জাতীয়তাবাদি স্বচ্ছােসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, সরকারের যারা সুবিধাভোগী মানুষ, তারা নির্বাচন দিবে এটা আমি মনে করিনা। নির্বাচনটা আমাদের লড়াই করে অর্জন করতে হবে। নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরী করতে হবে এবং মানুষের যে সমর্থন, সেই সমর্থনকে নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করতে হবে। 

রোববার (০৩ আগস্ট) বিকালে নোয়াখালী জেলা শহরের গ্রীন হলে জেলা স্বচ্ছােসেবক দল আয়োজিত জেলার তৃণমূল নেতৃবৃন্দরে সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নোয়াখালী জেলা স্বচ্ছােসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যরে মধ্যে কেন্দ্রীয় স্বচ্ছােসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেড.আই কামাল, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মদ পলাশ প্রমূখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় ও জেলা নেতারা জেলার প্রত্যকেটি ইউনিটের নেতৃবৃন্দকে সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করেন। 
নোয়াখালী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়