শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৯:১৪ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বছরে পানিতে ডুবে ১২৫ শিশুর মৃত্যু

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ১ বছরে পানিতে ডুবে অন্তত ১২৫ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে সদর উপজেলায়। এ উপজেলায় মৃত্যু হয় ৪০ শিশুর। এর বাইরে গত ১ বছরে রায়পুরে ২০, রামগঞ্জে ২৮, কমলনগরে ২৮ এবং রামগতি উপজেলায় ৯ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯জুলাই) দুপুরে বিশ্ব পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় তথ্যটি প্রকাশ করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। 

সদর উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমি আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজ হাসান সুজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পরে দিবসটি উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। অন্যদিকে জেলার কমলনগর ও রামগতিতেও দিবসটি উদযাপন করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, অন্যান্য এলাকা থেকে লক্ষ্মীপুর কিছুটা নিচু এলাকা। ফলে বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা তৈরি হয়, যা শিশুদের জন্য হুমকি স্বরুপ। একটু অসচেতন হলেই যেকোন বাচ্চা পানিতে ডুবে মারা যেতে পারে। আর এর থেকে উত্তোরনের উপায় হচ্ছে অভিভাবকদের সচেতনতা ও শিশুদের সাঁতার শিখানো।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়