মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সুপারি গাছ থেকে পড়া পাতা নেয়ায় জালাল উদ্দিন (৪৫) নামে এক বাক প্রতিবন্ধীকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাক প্রতিবন্ধী জালাল উদ্দিন বয়ড়া গ্রামের মৃত: তয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, সোমবার আনুমানিক সন্ধা ৬ টা ৫০ মিনিটের দিকে বাজার বাড়ীর পাশের মোড় থেকে বাড়ী ফিরছিলো বাক প্রতিবন্ধী জালাল উদ্দিন। বাড়ীর কাছাকাছি পৌছলে প্রতিবেশি মৃত বজলুর রহমানের ছেলে নাসির উদ্দিনের সুপারি গাছের একটি মরা পাতা (সুপারি গাছের খোল) পড়ে থাকতে দেখে হাতে নেয় জালাল উদ্দিন। এসময় বিষয়টি দেখে গাছ মালিক নাসির উদ্দিন পেছন থেকে গিয়ে প্রতিবন্ধী জালালকে পিটিয়ে আহত করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতেই আহত বাক প্রতিবন্ধীর ভাতিজা রাশেদুল ইসলাম রাজু বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি৷ বিষয়টি এএসআই শাহাদাৎ হোসেনকে সরেজমিন পরিদর্শন করে তদন্ত করার জন্য দেয়া হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।