শিরোনাম
◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে তিন সন্তানের জননীকে ধর্ষন :ধর্ষক গ্রেফতার

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালেপুর গ্রামের তিন সন্তানের জননী এক গৃহবধু (২৯)কে গভীর রাতে ঘরের দরজার শিকল ভেঙে ঢুকে প্রতিবেশী এক লম্পট ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত ধর্ষক একই গ্রামের আব্দুল হাই খান নামক হাটের পাশে আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে জুয়েল মোল্যা (৩০)। এ ঘটনাটি ঘটেছে গত ৩ জুলাই রাত্রি আড়াই টায়। নির্যাতিত গৃহবধু গত ২৮ জুলাই চরভদ্রাসন থানায় অভিযোগ করার পর ওই দিন বিকেলেই ধর্ষকের বাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেন। এ ব্যপারে নির্যাতিত গৃহবধু বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি ধর্ষন মামলা করেছে। মামলা নং-০৯, তারিখ ২৯/৭/২০২৫খ্রি.।

মঙ্গলবার বিকেলে এ মামলার তদন্ত অফিসার চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক হাসান জানান,“নির্যাতিত গৃহবধু ধর্ষনের অভিযোগ করা মাত্রই আমরা দুর্গম চরাঞ্চলে অভিযান পরিচালনা করে ধর্ষককে গ্রেফতার করেছি এবং আসামী ধর্ষনের কথা স্বিকার করেছে বিধায় প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করেছি”।  

মঙ্গলবার নির্যাতিত গৃহবধু থানায় দাড়িয়ে জানায়, তার স্বামী বেশ কিছুদিন ধরে একটি মামলায় জড়িয়ে ফরিদপুর কারাগারে হাজতবাস রয়েছেন। তাই পুরুষ শূন্য বাড়ীতে ঘটনার রাতে গৃহবধু তার শিশু সন্তানদের নিয়ে বাড়ীতে ঘুমিয়ে পড়ছিল। ওই রাত আড়াইটার দিকে প্রতিবেশী লম্পট জুয়েল মোল্যা টিনের ঘরের দরজার শিকল ভেঙে ঢুকে গৃহবধুর মুখ আটকে ধরে। পরে শিশু সন্তানদের সহ তাকে মেরে ফেলার হুমকী দিয়ে জুয়েল মেল্যা গৃহবধুর জামা কাপড় ছিড়ে ফেলে জোর পূর্বক তাকে ধর্ষন করে বলে অভিযোগ। ধর্ষনের পর এ ঘটনা কাউকে না বলার জন্য ধর্ষক হুমকী দিয়ে যায়।

গৃহবধু আরও জানায়, পরের দিন সকালে এলাকার মুরুব্বীদের কাছে এ ঘটনা বললে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। ফলে গত ২৭ জুলাই ফরিদপুর কারাগারে আমার হাজতবাস স্বামীর সাথে দেখা করে তাকে ধর্ষনের ঘটনা জানাই। আমার স্বামীর পরামর্শ মোতাবেক ২৮ জুলাই চরভদ্রাসন থানায় এসে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়