শিরোনাম
◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রৌমারীতে জমি বিরোধে হত্যা: সাত আসামির সবাই গ্রেফতার, তদন্তে গতি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সম্প্রতি চাঞ্চল্যকর কুড়িগ্রামের রৌমারীতে জমাজমি সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজহারভুক্ত আরও দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার সাত আসামির সকলেই গ্রেফতার হলো বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গত ২৪ জুলাই ২০২৫ তারিখে রৌমারী থানার অন্তর্গত ভেন্দুরচর ইউনিয়নের একটি প্রত্যন্ত চরাঞ্চলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মধ্য সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। পরে আরও ৩ জনের মৃত্যু ঘটে। ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রৌমারী থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রথম দফায় ৫ আসামিকে গ্রেফতার করেছিল।

গ্রেফতার অভিযানের ধারাবাহিকতায় গত ২৮ জুলাই রাতে রৌমারী থানা পুলিশের একটি বিশেষ দল গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে মামলার এজহারভুক্ত বাকি দুই আসামি ধলু মিয়া ও দুলালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র এবং ডিবির অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বলেন,হত্যা মামলার এজহারভুক্ত ৭ আসামিকেই গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে এবং চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের এমন দ্রুত ও সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কুড়িগ্রাম জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী সব সময় সতর্ক এবং সচেষ্ট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়