শিরোনাম
◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি ◈ বাংলাদেশ সফর স্থগিত করায় শ্রীলঙ্কার কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব পেলো ভারত ◈ সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দাপুটে জয় ◈ ১১ মাস ধরে বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য বৈঠক, বেনাপোলে বাণিজ্যে স্থবিরতা ◈ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের আদেশ সারা দেশে স্থগিত করলেন মার্কিন ফেডারেল বিচারক ◈ ১০০ বছর বয়সেও কর্মচঞ্চল মাহাথির: দীর্ঘায়ুর ৬টি অভ্যাস জানালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী বাবার ওপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুরের প্রবাসী সুভনের বাবা কন্ট্রাকটার মফিজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে মথুরাপুর গ্রামবাসী।

রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর, গোয়াগাঁও, জয়নগরসহ। 

মানববন্ধনে বক্তারা বলেন, শুভনের বাবা আলহাজ্ব কন্ট্রাক্টর মফিজুর রহমান আমেরিকায় ছেলে-মেয়ের কাছে থাকলেও নিজ দেশের টানে চেয়েছিলো গ্রামে বসবাস করতে। কিন্তু ওনার ভাতিজা আমজাদ হোসেন রুবেলের অত্যাচারে তিনি দিন দিন নির্যাতনের শিকার হচ্ছিল। সেদিন নামাজে যাবে এমন সময় রুবেল হত্যার করার উদ্দেশ্যে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হয়। আমরা রুবেলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তারা আরও বলেন, মফিজ সাহেব একজন সম্মানি ব্যক্তি। ওনি এলাকার মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে আসছিল। এমন একজন ভালো মানুষের ওপর হামলার কারনে আমরা গ্রামবাসীরা মর্মাহত। ওনাকে হত্যার উদ্দেশ্যে সেদিন হামলা করে রুবেল। আমরা এর বিচার চাই।

এ সময় বক্তব্য রাখেন পূর্ব জোড়কানন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফজলের রহমান, আবদুর রহমান, শাহজাহান মোল্লা, কাউসার মাস্টার, আবদুর রাজ্জাক মাস্টার, জিয়াউল হক জিকু, জাহাঙ্গীর মাস্টার, আহাসান উল্লাহ, সোলেমান সুমন, মোস্তফা, মমতাজ হাজারী, আবদুস সুবহান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়