শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 শেরপুরে লছমনপুর ইউনিয়নে মাসুদ রানা ও এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের ৬নং ওর্য়াডের হাতিআগলা হতে কুসুমহাটি বাজার ফিডার রোড পযর্ন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন সাবেক কুসুমহাটি বাজার বণিক সমিতির সভাপতি ও প্রয়াত  লিয়াকত আলীর ছেলে মোঃ মাসুদ রানা , স্থানীয় সাবেক তিন মেম্বার ও মহল্লাবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করা হয়।

একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তাটি কাঁদার সৃষ্টি হয়। এতে এলাকাবাসী ও সাধারন মানুষের  অসুবিধা দেখে   হাতি আগলা গ্রামের লছমনপুর ইউনিয়নের সাবেক ৬নং ওর্যাডের তিন ইউপিঃ সদস্য মোঃ খাদেম আলী, জুলহাস উদ্দিন বাদশা ,এরশাদ আলী ভূষন,ও স্থানীয় শামসুল হক, অতু মোঃ কাশেম আলী মাষ্টার ,মোঃ সাইফুল ইসলাম মাষ্টার ও এলাকাবাসীর 
উদ্যোগে নিজেদের সেচ্ছাশ্রমে  প্রায় আরো  ১ হাজার মানুষ কোদাল দিয়ে মাত্র তিন ঘন্টায় মাটি কেটে  স্বেচ্ছায় এ রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেছেন। এ বিষয়ে মাসুদ রানার সাথে কথা হলে তিনি বলেন, এলাকাবাসী যার যার অবস্থান থেকে জমি দান এবং আমার প্রজেক্টের সামনে  থেকে কুসুম হাটি বাজার পযর্ন্ত আমার জায়গা পড়েছে, আমি  নির্দ্বিধায় দান করেছি।

 লছমনপুর ইউনিয়নে সাবেক ইউপিঃ সদস্য খাদেম আলী বলেন  দীর্ঘদিন ধরে এ রাস্তার বেহাল অবস্থার কারণে এ মহল্লার মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেন দেখার কেউ নেই ! মানুষের দুর্ভোগ লাগবে, মহল্লাবাসীর সহযোগিতায় রাস্তা সংস্কার কাজে অংশ নেন।মহল্লাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দে বা স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের বরাদ্দে এ রাস্তার কোন সংস্কার কাজ হয়নি।

স্থানীয় সাবেক মেম্বারন এলশাদ আলী ভূষন বলেন এই রাস্তা সংস্কারের ফলে আরো কয়েকটি এলাকা মানুষ ও স্থানীয় ভিবিন্ন ইউনিয়নের যেমন ছনকান্দা,ডিঙ্গাতলা-চরশ্রীপুর, রামেরচর এলাকার কয়েক হাজার লোক বিভিন্ন শাক-সবজী নিয়ে কুমুম হাটি বাজারে হাট করতে পারবে ।

জুলহাস উদ্দিন বাদশা সাবেক মেম্বার বলেন উক্ত রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মৌখিকভাবে জানানোর পরও এ বিষয়ে তারা কোন উদ্যোগ গ্রহণ করেননি। অথচ সরকারের টিআর, কাবিখা, কর্মসৃজনসহ বিভিন্ন প্রকল্প বরাদ্দ করা হলেও তা গ্রামীণ রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোন উপকার আসছে না। কথায় বলে কাজীর গরু খাতায় আছে গোয়ালে নেই। তাই মহল্লার কয়েকজন স্বেচ্ছাশ্রমে এ রাস্তাটি মেরামত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়