শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

এন এ মুরাদ, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর গ্রামে নিখোঁজের একদিন পর বড় ভাই মনির মিয়ার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায় ছোট ভাই প্রবাসী ইব্রাহীমের ঘরে। উদ্ধার অভিযানে সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।

নিহত মনির মিয়া ইউসুফনগর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মনির মিয়া তার চাচাতো ভাই ও ছোট ভাই ইব্রাহীমের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। সম্প্রতি ইব্রাহীমের স্ত্রীর পরকীয়ার বিষয়টি মনির মিয়ার নজরে আসে। এ নিয়ে তিনি ছোট ভাইয়ের স্ত্রীকে শাসন করেন। ঘটনার কয়েকদিন পর, গত সোমবার মনির নিখোঁজ হন।

পরদিন মঙ্গলবার দুপুরে ইব্রাহীমের স্ত্রীর বসতঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তারা পুলিশকে জানায়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের মেঝে খুঁড়ে চটের বস্তায় মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। নিহতের ছোট ভাই ইব্রাহীম ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়