শিরোনাম
◈ দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার ◈ টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, এখনো নিখোঁজ ১৬০ ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি ◈ বাংলাদেশ সফর স্থগিত করায় শ্রীলঙ্কার কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব পেলো ভারত ◈ সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দাপুটে জয়

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেংরাখালীতে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর টেংরাখালীতে কোস্ট গার্ডের  অভিযানে প্রায় ৪ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ৩ জুলাই সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন টেংরাখালী পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় কুয়াকাটা হতে বাগেরহাটগামী সন্দেহজনক ১টি  ট্রাক তল্লাশী করে প্রায় ৪ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের আনুমানিক ১ কোটি ৫৫ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়। অবৈধ রেণুর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত ট্রাক চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।
 
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে দাবী করেন কোস্টগার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়