নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিজিবি'র অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় বালু ভর্তি ট্রাক্টরসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ৫৬ বিজিবি'র মালকাডাঙ্গা বিওপির ০২ টি টহল দল সীমান্ত পিলার ৭৭৫/১৭-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বেরুবাড়ী মাঠ নামক স্থানে সীমান্ত সংলগ্ন ঘোরামারা নদী এলাকায় অভিযান পরিচালনা করেন।
বিজিবি'র সদস্যরা বালু উত্তোলনকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এই সময় ফরহাদ হোসেন নামে এক ট্রাক্টর চালককে বালু ভর্তি ট্রাক্টরসহ আটক করা হয়।
পরবর্তীতে বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত গঠন করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রাত ৯টায় আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, নিলাম না হওয়া পর্যন্ত ট্রাক্টরটি মালকাডাঙ্গা বিওপির হেফাজতে থাকবে।