শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারা হাসপাতালে নেই ডাক্তার, রোগীদের দুর্ভোগ

এস এম সালাহউদ্দিন, (আনোয়ারা, কর্ণফুলী) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলাবাসীর কোনো কাজে আসে না। এখানে প্রায়ই সময় ডাক্তার থাকেনা বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে চলছে বেহাল দশায় চিকিৎসা। উপজেলার প্রত্যন্ত অঞ্চল হতে আসা রোগীরা হরহামেশায় পড়ছেন চিকিৎসা বিহীন দুর্ভোগে।
 
সেবা নিতে আসা রোগীরা বর্হিবিভাগে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বসে থেকেও পাচ্ছেন না ডাক্তারদের দেখা।সরেজমিনে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়,  স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তার উপস্থিত আছেন। সকাল থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও ভিতরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন রোগীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসাসেবা না পেয়ে অনেকেই ক্লান্ত ও হতাশ। গরমে অসুস্থদের অবস্থাও আরও খারাপ হয়ে উঠছে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে থাকলেও চিকিৎসকের দেখা মিলছে না।
 
সকাল ১১ টা বেজে গেলেও ডাক্তার না আসায় ভোগান্তিতে পড়েন রোগীরা। চিকিৎসা সেবা দিতে আসা বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা কাছে অভিযোগ করে বলেন, সেই কখন থেকে হাসপাতালে দাঁড়িয়ে আছি ডাক্তার নেই। তারা রোগী দেখছেন নিজেদের খেয়াল খুশির মতো। চিকিৎসা সেবা নিতে আসা মোঃ কামাল (৫৫) জানান, আমি সকাল ৯টায় বুকের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছি। এখন ১১টা বাজে, কিন্তু এখনও কোনো ডাক্তারকে দেখতে পাইনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে আমি খুবই অস্বস্তি অনুভব করছি। বিলকিস আক্তার (৪৮) নামের এক নারী জানান, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো কোনো ডাক্তার আসেননি।
 
আমার হাঁটুতে ব্যথা রয়েছে, তাই বেশি সময় দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। এ অবস্থায় অনেক রোগী বাধ্য হয়ে চলে যাচ্ছেন পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে। অভিযোগ রয়েছে, হাসপাতালে নেই প্রয়োজনীয় ওষুধপত্রও। ভুক্তোভোগীরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ডাক্তাররা আসছেন। ওয়াশরুমে গেছে। স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর প্রশাসনিকভাবে নানা পরিবর্তন আনা হলেও আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে তেমন কোনো উন্নয়ন চোখে পড়েনি।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়