শিরোনাম
◈ সংসদ নির্বাচনে তোড়জোড়, প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক এখনও চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে সমাধানের আশা: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন ◈ চিলমারীতে রাজনৈতিক অস্থিরতা, পুলিশি টহল জোরদার ◈ "টিকিট চাইতেই ক্ষুব্ধ বখাটেরা: আরডিএ পার্কে আনসার সদস্যকে বেধড়ক মারধর" ◈ টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে গিয়ে টাকা লুটের অভিযোগ, ৩ কর্মকর্তা বরখাস্ত ◈ কুমিল্লা মেডিকেল কলেজে ৭১টি শিক্ষক পদ শূন্য: শিক্ষার মান নিয়ে উদ্বেগ ◈ ফরিদপুরে গরু চুরির আতঙ্কে সালথা উপজেলা বাসী! ◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ  

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ শহরে দিনদিন বেড়ে চলা চাঁদাবাজি এবং প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 
এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত সকলে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ইজারার নামে প্রকাশ্যে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হন।
 
এসময় বক্তারা বলেন, “ইজারা নীতির আড়ালে একটি চক্র প্রকাশ্যে চাঁদাবাজি করছে। সাধারণ মানুষের ঘামে ভেজা টাকা জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। নানা রঙের টোকেন দিয়ে এই অবৈধ আদায় চালানো হচ্ছে শহরের বিভিন্ন সড়কে, হাটে ও বাসস্ট্যান্ডে।”
 
তারা আরও বলেন, “কালীগঞ্জে দিনের পর দিন পণ্যবাহী গাড়ি, রিকশা ও দোকানিদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে। অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অনেক সময় দেখা যায়, প্রশাসনের অনুমোদিত ইজারাদাররাও এই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে। এ যেন লুটপাটের লাইসেন্স।”
 
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হুসাইন আহমেদ। বক্তব্য রাখেন কালীগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও তরুণ ব্যবসায়ী সাংবাদিক শিপলু জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও সাংবাদিক নেতা রফিকুল ইসলাম মন্টু প্রমুখ।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। কিন্তু যদি দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি বন্ধ না হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।”
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন শহরের অর্ধশতাধিক ব্যবসায়ী ও পরিবহন সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে পুলিশ প্রশাসনের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তা উপস্থিত না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়