শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযানে টিকিট কালোবাজারি আটক

রুকুনুজ্জামান পাবর্তীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারীকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০টাকা জরিমানা করে বুধবার ১১ জুন সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

জানা যায, মঙ্গলবার ১০ জুন রাত সাড়ে ৯ টায় পাবর্তীপুর রেলস্টেশনের শহীদ জিয়া রেল পার্কে, লেঃ মিরাজুল,২৮ বীর এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে, ফ্লেক্সিলোড ব্যবসার আড়ালে ট্রেনের টিকেট কালোবাজারী করে আসছিল হাকিমুল ইসলাম বাবু (৩৬) তাকে আটক করে। আটকের পর তার ব্যবহৃত মুঠোফোনে কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে রাখা একাধিক টিকেটের অনলাইন কপিসহ হাতেনাতে আটক করে যৌথবাহিনী। আটককৃত ব্যক্তি জাহানাবাদ চকপাড়া গ্রামের মৃত শফিউদ্দিনের পুত্র।

রাত সাড়ে ১০ টায় ভ্রাম্যমান আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শতটাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাবর্তীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও) মো. সাদ্দাম হোসেন । আটককৃত ব্যক্তিকে পাবর্তীপুর জিআরপি থানায় হস্তান্তর করা হয়। বুধবার ১১ জুন সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

উল্লেখ্য যে, আটককৃত ব্যক্তি হাকিমুল ইসলাম বাবু দীঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছে। তাকে ইতিপুর্বে কয়েকবার পুলিশ আটক করেছিল।

পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার, প্লাটফর্ম পরিদর্শন ছাড়াও ঢাকাগামী বিভিন্ন ট্রেন যাত্রীদের সাথে কথা বলেন টিকিট কাটার সময় কোন অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে কিনা জিজ্ঞাসাবাদ করে আভিযানিক দলের সদস্যরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়