শিরোনাম
◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:১৫ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ভ্রমণে পর্যটকদের বাধা; ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ (ভিডিও)

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়ায় পর্যটকদের ফিরিয়ে দেওয়ার ঘটনায় ভুল স্বীকার করেছেন উপজেলা যুব জমিয়ত, কওমি মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তারা এই ভুল স্বীকার করেন বলে নিশ্চিত করেছেন ইউএনও আজিজুনন্নাহার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশের ওসি, পর্যটন পুলিশের প্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় কওমি মাদরাসার শিক্ষার্থী এবং যুব জমিয়তের নেতৃবৃন্দ।

বৈঠকে স্থানীয়রা জানান, ভারতের সীমান্তবর্তী উৎমাছড়া একটি দুর্গম পাহাড়ি এলাকা। সেখানে দল বেঁধে পর্যটকরা উচ্চস্বরে হর্ণ বাজানো, ডিজে পার্টি ও শালীনতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, যা স্থানীয়দের কাছে আপত্তিকর। এছাড়া ওই এলাকা দিয়ে মাদক পাচারের ঘটনাও ঘটে থাকে। এসব কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পর্যটকদের ফিরিয়ে দিয়েছিলেন।

তবে তারা স্বীকার করেন, প্রশাসনকে না জানিয়ে এভাবে পর্যটকদের বাধা দেওয়া ছিল একটি ভুল সিদ্ধান্ত এবং ভবিষ্যতে এমনটি আর করবেন না।

ইউএনও আজিজুনন্নাহার জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তারা বুঝতে পেরেছেন প্রশাসনকে অবগত না করাটা ছিল ভুল। এখন থেকে উৎমাছড়ায় পর্যটকদের যাতায়াতে কোনো বাধা থাকবে না।

তিনি আরও জানান, সভা শেষে তিনি উৎমাছড়া পরিদর্শনে যান এবং সেখানে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি দেখতে পান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সঙ্গে কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়