শিরোনাম
◈ ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে: আলী রীয়াজ ◈ রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে, মার্কিন বাজারে প্রবেশে বাংলাদেশের জন্য কঠিন সময়: জাতিসংঘের সতর্কবার্তা ◈ চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি: কার্যত অচল আগারগাঁওয়ের রাজস্ব ভবন ◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে! ◈ চরম গরমে স্বস্তি আনতে হজ রুটে ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা চালু করলো সৌদি আরব ◈ মেসি জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি ◈ সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কালাকানুন বাতিলের দাবি ◈ ভারত, পাকিস্তান, ইরান এমনকি চীনের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তালেবান!

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে থ্রি-হুইলারের ধাক্কায় অটোভ্যানের যাত্রী রাজমিস্ত্রী নিহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ইটবোঝাইকৃত থ্রি-হুইলারের (খেক্কর) ধাক্কায় রাকিব শেখ (২৩) নামে এক রাজমিস্ত্রীর নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থ্রি-হুইলার গাড়ীটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানা যায়।
 
শুক্রবার (২৩ মে) দুপুরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহমুদুল হাসান। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের ঠাকুরপুর ব্রীজ সংলগ্ন এলাকায় থ্রি-হুইলার একটি অটোভ্যানকে ধাক্কা দিলে রাকিব শেখ মাথায় আঘাত পেয়ে মারাত্বক আহত হয়। পরে ফরিদপুর মেডিক্যাল থেকে ঢাকায় নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যায়। 
 
নিহত রাকিব শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে। তার আড়াই বছরের আবু রায়হান নামে একটি শিশু সন্তান রয়েছে। 
 
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর বাজার থেকে মধুখালী উপজেলার বাগাট এলাকায় রাস্তায় ইট বসানো কাজে অটোভ্যানযোগে রাকিব শেখসহ ৫ শ্রমিক যাচ্ছিলেন। তারা বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের ঠাকুরপুর ব্রীজ ক্রোস করার সময় বিপরীত দিক মাগুরা জেলার মহম্মদপুর থেকে আসা ইটবোঝাইকৃত থ্রি-হুইলার (খেক্কর) অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের অন্য কোন যাত্রীর কিছু না হলেও রাকিব শেখ মাথায় মারাত্মক আঘাত পায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান রাকিবের অবস্থা আরো খারাপ হলে ফরিদপুর মেডিক্যাল থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় বেলা সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় থ্রি-হুইলারকে থানায় নিতে পারলেও ইটবোঝাইকৃত গাড়ীতে থাকা চালক ও হেলফার পালিয়ে যায়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
 
এ ব্যাপারে ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, খেক্কর আর ভ্যান সংঘর্ষে ময়না গ্রামের রাকিব নামে এক রাজমিস্ত্রী আহত হলে তাকে ঢাকায় নেওয়ার পথেই মারা গেছে। 
 
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আজ সকালে ঠাকুরপুর ব্রীজের কাছে ইটবোঝাইকৃত একটি খেক্করের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের যাত্রী রাকিব নামের একজন আহত হয়। পরে জানতে পেরেছি তাকে ঢাকায় নেওয়ার মারা গেছে। এ ঘটনায় থ্রি-হুইলারটিকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়