শিরোনাম
◈ কক্সবাজারে পর্যটকদের হোটেল বুকিং বাতিল, সাগরে লঘুচাপ ◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় বিশ্ববাজারে অস্থিরতা, শেয়ারবাজারে পতন ◈ অক্সফোর্ড গ্র্যাজুয়েট থেকে ফুড ডেলিভারি কর্মী: দিং ইউয়াংঝুর সংগ্রামী জীবনের গল্প অনুপ্রেরণা জাগাচ্ছে তরুণদের ◈ ক্লাব বিশ্বকাপ, ৫৮ হাজার টাকার টি‌কিট বি‌ক্রি হ‌চ্ছে ১৬ শ টাকায় ◈ পা‌কিস্তান দ‌লের স‌ঙ্গে বাংলাদেশে আসছেন না ক্রিকেটার হা‌রিস রউফ ◈ নারী ফুটবল দলের জন‌্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার ◈ আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ ◈ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয় ◈ ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প ◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বেড়েছে পুশ-ইনের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা!

কোনও অবৈধ বাংলাদেশি থাকলে আনুষ্ঠানিক প্রক্রিয়া মেনে ফেরত পাঠানোর কথা ভারতকে জানিয়েছে সরকার। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলে আলোচনা চললেও কোনও ফল আসেনি।

সম্প্রতি দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে পুশ-ইনের ঘটনা বেড়েছে। প্রায় প্রতিদিনই দেশটি থেকে পুশ-ইন করার ব্যক্তিদের আটক করছে বিজিবি। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রোহিঙ্গা ও ইউএনএইচসিআরের কার্ডধারী রিফিউজিরাও রয়েছে।

সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে, কুড়িগ্রাম, ঝিনাইদহ, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বেশি পুশ-ইনের ঘটনা ঘটছে।

কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা মাদক ও চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত। এর সাথে নতুন করে পুশ-ইন আতঙ্ক যুক্ত হয়েছে। আগে থেকেই সীমান্ত এলাকায় জড়ো করা লোকজনকে রাতের আধারে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মানবপাচার ও চোরাচালান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

মিয়ানমারে সংঘর্ষে ঘরবাড়ি হারিয়ে মামুদ উল্লাহ ও রোমানা বেগম দম্পতি ভারতে আশ্রয় নিয়েছিল। গত ৭ মে রাতের আধারে ভাওয়ালকুড়ি সীমান্ত দিয়ে তাদের পরিবারের ৫ সদস্যকে পুশ-ইন করে বিএসএফ।

রোমানা বেগম বলেন, প্রথমে আমাদের তিনঘণ্টা গাড়িতে করে নিয়ে আসা হয়। এরপর অনেকখানি পথ হাটিয়ে আমাদের সীমান্ত পার করে দেয়া হয়।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট কোম্পানী ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, এই পরিবারের সদস্যরা দুইঘণ্টা চোখ বাঁধা অবস্থায় ছিল। এরপর সারারাত হেটে অপরিচিত একটি জায়গায় আসে। পরে খবর পেয়ে তাদের আটক করা হয়।

কুড়িগ্রামের ৭ উপজেলার সাথে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ ও মেঘালয় রাজ্যের সীমান্ত রয়েছে। এরমধ্যে স্থল ও নদীপথে ৫০ থেকে ৬০ কিলোমিটার অংশে কাঁটাতার নেই। চলতি মাসে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে থাকা ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জনকে পুশ ইন করে বিএসএফ।

স্থানীয় একজন বলেন, সীমান্ত দিয়ে ৩০-৪০ জনের মতো বাংলাদেশে প্রবেশ করতে দেখেছি। তারা তাদের বাড়ি কোথায় বলতে পারেনি। আরেকজন বলেন, ভারত থেকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। এর প্রভাব নিয়ে আমরা শঙ্কিত।

চলতি মাসে এখন পর্যন্ত অন্তত ৩৭০ জনকে পুশ-ইন করা হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে, খাগড়াছড়ি দিয়ে ৭৩ জন, কুড়িগ্রামে ৪৪ জন, সিলেটে ২৩ জন, ঝিনাইদহে ২২ জন, ঠাকুরগাঁওয়ে ১৭ জন, মৌলভীবাজারে ১৫ জন, পঞ্চগড়ে ১১ জন ও চুয়াডাঙ্গা দিয়ে ১০ জনকে পুশ-ইন করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারত থেকে পুশ ইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশ ব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ফেরত পাঠানো হবে।

জনগণ ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদারের কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, আমাদের সীমান্ত অনেক বিস্তৃত হওয়ার কারণে প্রতিটি স্থানে পাহাড়া দেয়া সম্ভব হচ্ছে না। ফলে আনসার বাহিনীর সাহায্য নেয়া হচ্ছে। পাশাপাশি জনগণেরও সাহায্য প্রয়োজন। সূত্র: যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়